দীর্ঘ জেরা শেষ, অবশেষে ভবানী ভবন থেকে বেরিয়ে আসলেন অর্জুন! কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য November 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ব্যারাকপুর উপনির্বাচনের আগের দিন অর্জুন সিংহকে ভাটপাড়া পৌরসভায় টেন্ডার দুর্নীতি নিয়ে তলব করে সিআইডি। কিন্তু তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন এই বিজেপি নেতা। যেখানে তলব প্রক্রিয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও, তা হয়ত পারেননি। তবে উপনির্বাচনের আগে নয়, উপনির্বাচনের পরের দিন তাকে জেরা করার জন্য ডাকা যাবে এবং চার ঘন্টার বেশি ঘেরা করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল আদালত। শেষ পর্যন্ত আজ সিআইডির ডাকে ভবানী ভবনে উপস্থিত হয়েছিলেন অর্জুন সিংহ। আর সেখানেই কি হলো, তা নিয়ে সকলের নজর ছিল। অবশেষে দীর্ঘ জেরা প্রক্রিয়ার পর বাইরে বেরিয়ে এলেন তিনি। সূত্রের খবর, আজ নির্ধারিত সময়ে ভবানী ভবনে পৌঁছে যান বিজেপি নেতা অর্জুন সিংহ। যেদিকে নজর ছিল গোটা রাজ্যের রাজনৈতিক মহলের। কি হয় সেখানে, তা নিয়ে কৌতুহল ছিল সকলের মধ্যেই। অবশেষে প্রায় চার ঘন্টার জেরা পর্বের শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে এলেন এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -