এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘ জেরার পরেই আজ বড় পদক্ষেপ অভিষেকের, উদগ্রীব সব পক্ষ!

দীর্ঘ জেরার পরেই আজ বড় পদক্ষেপ অভিষেকের, উদগ্রীব সব পক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  দু মাসের জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তৃণমূলের নবজোয়ার নামক নতুন কর্মসূচির মধ্যে দিয়ে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হঠাৎ করেই শুক্রবার তাকে সিবিআই নোটিশ পাঠানো হয়। আর তারপরেই সমস্ত কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার যে কর্মসূচি স্থগিত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচি আবার শুরু করছেন এই তৃণমূল নেতা।

সূত্রের খবর, সিবিআই জেরার পর আবার আজ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস থেকে এই কর্মসূচি শুরু করবেন তিনি। মূলত সিবিআই নোটিশ পাওয়ার পরেই এই জনসংযোগ কর্মসূচি স্থগিত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই কর্মসূচি শুরু করার সময় তিনি কি বার্তা দেন, তা নিয়ে উদগ্রীব সমগ্র রাজনৈতিক মহল।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, তাকে এই দীর্ঘ সময় জেরা করে সময় নষ্ট করা হয়েছে। বুঝিয়ে দিয়েছিলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। আর এমত পরিস্থিতিতে আবার নতুন করে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় এজেন্সি বা গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি কোনো বড়সড় মন্তব্য করেন কিনা, তা অবশ্যই লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!