এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে, ক্ষোভ ও হয়রানি মানুষের

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে, ক্ষোভ ও হয়রানি মানুষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একদিকে বাড়ছে করোনার তীব্র সংক্রমণ। অন্যদিকে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রচন্ড অভাব। যার ফলে রাজ্যের করোনা পরিস্থিতি আরও দুর্বিষহ হতে শুরু করেছে। ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে একদিকে যেমন বাড়ছে মানুষের হয়রানি, অন্যদিকে তেমনি বাড়ছে ক্ষোভ। আজ দীর্ঘক্ষন হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে রাস্তা অবরোধ করলেন মানিকতলা ইএসআই হাসপাতালে আসা মানুষেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শনিবার ও রবিবার ছুটি থাকার কারণে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। আজ ভোরবেলা থেকে মানিকতলা ইএসআই হাসপাতালের সামনে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পরে হাসপাতাল থেকে জানানো হলো যে, ভ্যাকসিনের অভাব থাকার কারনে, আজ তাদের ভ্যাকসিন দেয়া যাবে না। এরপর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করলেন। যার ফলে সৃষ্টি হলো যানজট। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তীব্র বচসা শুরু হয়।

করোনার সংক্রমণ রোধ করতে গেলে দরকার পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন। কিন্তু রাজ্যের হাতে উপযুক্ত পরিমাণে ভ্যাকসিন নেই। ভ্যাকসিনের অভাব থাকার কারণে কলকাতা মেডিকেল কলেজে দীর্ঘসময়ের জন্য বন্ধ রয়েছে টিকাকরন প্রক্রিয়া। এসএসকেএম হাসপাতালে মানুষ দীর্ঘ লাইন দিচ্ছেন ভ্যাকসিনের জন্যে। বেশকিছু হাসপাতাল ও টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিনের অভাবে বন্ধ রয়েছে টিকাকরণ। টিকা না পেয়ে অনেক সময় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!