এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘ সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কঠিন প্রশ্নের মুখে পার্থ ! এমন কি জানতে চাইল CBI ?

দীর্ঘ সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কঠিন প্রশ্নের মুখে পার্থ ! এমন কি জানতে চাইল CBI ?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ সকালবেলা সিবিআই এর নির্দেশে নিজাম প্যালেসে সময়ের আগেই উপস্থিত হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দপ্তরের ১৫ তলায় দুর্নীতিদমন শাখার দফতরে বেশ কিছুক্ষণ থাকার পর সিবিআইয়ের কাছে আয়কর সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়  তারপরই  শুরু হয় জেরা । সূত্রের খবর এদিন দু দফায় জিজ্ঞাসাবাদের তথ্য লিখিত বয়ান রেকর্ড করা হয়েছে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের কপি খতিয়ে দেখতে একটি কপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দিল্লির সিনিয়র অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে আজ  কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা  জানতে চান, “এসএসসির উপদেষ্টা কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল ? কার নির্দেশে নিয়োগ হয়েছিল ? তত্কালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?”  যদিও এর পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন উপদেষ্টা কমিটি গড়লেও তার উপর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও কিছু জানতেন না বলে জানিয়েছেন এমটাই জানা যাচ্ছে । সব মিলিয়ে আজকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!