এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দীর্ঘ সংঘাতের পর চেয়ার ছাড়তে হল আলাপনকে, মুখ্যসচিব পদ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!

দীর্ঘ সংঘাতের পর চেয়ার ছাড়তে হল আলাপনকে, মুখ্যসচিব পদ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ সংঘাত এবং নাটকীয় টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রের ডাকে সাড়া না দিয়ে মুখ্যসচিব পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। গত বেশ কয়েকদিন ধরে এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল রাজ্য বনাম কেন্দ্রের মধ্যে। 31 মে অর্থাৎ আজ তার কর্মজীবনের শেষ দিন ছিল। তবে করোনা পরিস্থিতি এবং দুর্যোগের কারণে তার মেয়াদ বৃদ্ধি করার জন্য রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছিল।

কিন্তু কলাইকুন্ডাতে দুর্যোগ-পরবর্তী বৈঠকের পরই সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে 31 তারিখে অর্থাৎ তার কর্মজীবনের শেষের দিন সকাল দশটার মধ্যে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রের চাকরিতে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে কোনোমতেই রাজ্য কেন্দ্রের কাছে ছেড়ে দেবে না, তা কড়া চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষের দিনেও বিতর্কে রইলেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের আবেদনে সাড়া না দিয়েও চাকরি থেকে অবসর গ্রহণ করলেন তিনি। আর তিনি অবসর গ্রহণ করার সাথে সাথেই তার জায়গায় নতুন মুখ্যসচিব নিয়োগ করল রাজ্য সরকার। বস্তুত, আজ সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরি জীবনের শেষদিন দিনভর কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত তুঙ্গে ওঠে। রাজ্য রাজনীতি তোলপাড় হয় আলাপনবাবুকে নিয়ে।

শেষ পর্যন্ত তিনি অবসর নেওয়ার পর তাকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করে দেওয়া হয়। তবে নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পান হরিকৃষ্ণ দ্বিবেদী। বলা বাহুল্য, এতদিন হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন। তবে তিনি মুখ্যসচিব হয়ে যাওয়ার কারণে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত সচিব বি গোপালিকাকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব আনা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর নেওয়ার পরেও, তাকে নিজের কাছেই রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে সংঘাত তৈরি করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের কাছে রেখে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীকে বসিয়ে দিল সরকার। বিশ্লেষকরা বলছেন, কর্মজীবনের শেষের দিনেও বিতর্ককে জিইয়ে রেখে দিনভর খবরের শিরোনামে থাকতে দেখা গেল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

অতীতে শেষ কবে এরকম হয়েছে, তা কেউ মনে করতে পারছেন না। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের চাকরি জীবনের শেষ দিনেও কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি করে দিয়ে দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গেলেন। তৃণমূলের একাংশ বলছেন, এটাই বাঙালি সত্তা। আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের বিবেককে বিক্রি না করে কেন্দ্রের কাছে মাথা না নুইয়ে প্রমাণ করে দিলেন, তিনি তার জাতিসত্তাকে বিক্রি করবেন না। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তার মেয়াদ বৃদ্ধির আবেদন করে কেন্দ্রকে বহু আগেই চিঠি দেওয়া হয়েছিল।

কিন্তু কেন্দ্র তাতে সাড়া না দিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসরের দিন কেন্দ্রের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই নির্দেশে সাড়া না দিয়ে রাজ্যেই থেকে দিল্লির বিরুদ্ধে রাস্তা বেছে নিতে দেখা গেল অভিজ্ঞ এই প্রশাসনিক কর্তাকে। শেষ পর্যন্ত নিজের কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করলেন তিনি। তবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপদেষ্টা হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করলেন। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব পদে নিয়ে এলেন হরিকৃষ্ণ দ্বিবেদীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!