এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দীর্ঘকাল পর আজ পাহাড়ে ফিরতে চলেছেন বিমল গুরুং

দীর্ঘকাল পর আজ পাহাড়ে ফিরতে চলেছেন বিমল গুরুং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর আজ পাহাড়ে ফিরতে চলেছেন গোর্খা নেতা বিমল গুরুং। পাহাড়ের ফিরে সেখানে করতে চলেছেন জনসভা। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এর বিরুদ্ধে পুলিশ অফিসার খুন, দেশদ্রোহীতার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

দীর্ঘ সাড়ে তিন বছর গা ঢাকা দেবার পর গত পঞ্চমীর দিনে কলকাতার রাজপথে দেখা গিয়েছিল গোর্খা নেতা বিমল গুরুংকে। যেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেছিলেন। তারপর তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবেন তিনি। এরপর তার পাহাড়ে ফেরা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে, তাঁর পাহাড়ে ফেরার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের রাজনীতি।

এরপর গত ৬ ই ডিসেম্বর শিলিগুড়িতে তিনি জনসভা করেছিলেন। এরপর গত শুক্রবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে তিনি জনসভা করলেন। ওদলাবাড়ির এই জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এক নেপালি যুবকের নাম ঘোষণা করলেন তিনি। অন্যদিকে, বিমল গুরুংকে তরাই, ডুয়ার্সে ঢুকতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদিবাসী বিকাশ পরিষদ এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিমল গুরুংয়ের নেতৃত্বে ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তরাই ডুয়ার্সে সন্ত্রাস চলেছিল। আবার এখানকার শান্তি ভঙ্গ করতে চান বিমল গুরুং। বিমল গুরুং এর সভার পাল্টা সভা হিসেবে নাগরাকাটাতে সভা করলো আদিবাসী বিকাশ পরিষদ।বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরা উপলক্ষে দার্জিলিংয়ের পাতলেবাসে তাঁর দলীয় কার্যালয় পরিষ্কারের কাজ গতকাল থেকে শুরু হল।

পাতলেবাসে বিমল গুরুংয়ের বাড়িতে তাঁর জন্য প্রার্থনা করলেন তার পরিবারের সদস্যরা। তাঁর জনসভা উপলক্ষে পাহাড়ে ব্যাপক প্রস্তুতি দেখা দিয়েছে। আজ সকাল থেকে ভিড় বাড়তে শুরু করেছে তার সমর্থকদের। তিনি কার্শিয়ংয়ে পৌঁছাতেই উন্মাদনা বাড়ে সমর্থকদের। ” বিমল জিন্দাবাদ, ফিরে এসেছেন গুরং। ” স্লোগান দিতে থাকেন তাঁরা। সোনাদা পৌঁছে গিয়েছেন তিনি। আজ বেলা দেড়টা নাগাদ তিনি পৌঁছাচ্ছেন দার্জিলিং-এ। দার্জিলিং মোটর স্টেশনে রয়েছে তাঁর জনসভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!