এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নজরে লোকসভা নির্বাচন – ‘সম্ভাবনাময়’ আসন দখল লক্ষ্য করে বড় রদবদল বিজেপির জেলা যুব মোর্চায়

নজরে লোকসভা নির্বাচন – ‘সম্ভাবনাময়’ আসন দখল লক্ষ্য করে বড় রদবদল বিজেপির জেলা যুব মোর্চায়


এখনও সরকারিভাবে ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে অঘোষিতভাবে। আর লোকসভা নির্বাচনকে লক্ষ্যে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। একদিকে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৪২ এ ৪২ করার হুঙ্কার – অন্যদিকে তখন প্রধান বিরোধী বিজেপির নজরে ‘মিশন ২২’।

রাজ্যের ৪২ টি আসনের মধ্যে অন্তত ২২ টি আসন এবার বিজেপিকে জিততেই হবে বলে নির্দেশিকা পাঠিয়েছেন স্বয়ং সর্বভারতীয় সভাপতি। আর তাই বিজেপি রাজ্য নেতৃত্ত্বের মধ্যে বেছে নেওয়া হয়েছে বেশ কিছু সম্ভবনাময় আসনকে – যার মধ্যে অন্যতম হল নদীয়া জেলার দুটি আসন কৃষ্ণনগর ও রানাঘাট।

আর এই দুই আসন এবার ঘাসফুলের দখল থেকে নিয়ে সেখানে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যকে সামনে রেখে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চার কমিটিতে বড়সড় রদবদল আনলেন জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ। প্রসঙ্গত, প্রথমে পূর্ণাঙ্গ নদীয়া পরে নদীয়া দক্ষিণ জেলা মিলিয়ে প্রায় তিন বছর ধরে যুবর সভাপতি রয়েছেন তিনি।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই, তরুণদের সঙ্গে নিয়ে কাজ করে বেশ সাফল্যও পেয়েছেন জেলার এই লড়াকু তরুণ তুর্কি নেতা। যার প্রমান বিগত পঞ্চায়েত নির্বাচনেই পেয়েছে গেরুয়া শিবির – একসময় যে জেলা প্রায় তৃণমূলের গড় হয়ে গিয়েছিল, সেখানে এবার দুটি লোকসভা আসনেই জয়ের সম্ভবনা আছে বলে মেনে নিচ্ছে খোদ রাজ্য নেতৃত্ত্ব।

একই বক্তব্য ভাস্করবাবুরও, তিনি জানালেন – এই জেলার লোকসভা আসন তৃণসমূলের কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য আমরা পরিকল্পনা শুরু করে দিয়েছি। ফলে, কমিটিতে একটু রদবদল আনা হয়েছে। যাঁরা দিনের সম্পুর্ন সময় দলের জন্য দিচ্ছেন বা আগামী দিনেও দিতে পারবেন, এমন কিছু মুখকে এবার কমিটির সামনের সারিতে আনা হয়েছে। আমরা তৃণমূলের সঙ্গে সমস্ত ধরণের লড়াইতে প্রস্তুত।

ভাস্করবাবু আরও জানান, আগামী নির্বাচনে আমরা এই জেলায় বিরোধী দলকে কোনো জায়গা ছাড়বো না – প্রতিবাদ করবো, প্রতিরোধ গড়ে তুলব, প্রয়োজনে প্রতিশোধ নিতেও যুব মোর্চা পিছুপা হবে না। আজকের এই জেলা কমিটির রদবদল বিজেপির প্রদেশ সম্পাদক তথা নদীয়া দক্ষিণ জেলা পর্যবেক্ষক মনোজ কুমার বিশ্বাস, নবদ্বীপ জোন কনভেনার দেবাশীষ মিত্র ও নদীয়া দক্ষিণ জেলা সভাপতি জগন্নাথ সরকারের উপস্থিতিতে ও অনুমোদনে হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!