এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের সমীক্ষা – কি হতে পারে জেলাভিত্তিক ফলাফল?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের সমীক্ষা – কি হতে পারে জেলাভিত্তিক ফলাফল?


গতকাল এবিপি আনন্দ-সি ভোটার সংস্থা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সাম্ভাব্য ফলাফল নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জেলা পরিষদের ফলাফল হতে পারে নিম্নরূপ –

১. কুচবিহার –
মোট আসন – ৩২
তৃণমূল কংগ্রেস – ২১
বিজেপি – ১১
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

২. জলপাইগুড়ি –
মোট আসন – ১৯
তৃণমূল কংগ্রেস – ১৩
বিজেপি – ৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

৩. আলিপুরদুয়ার –
মোট আসন – ১৮
তৃণমূল কংগ্রেস – ১১
বিজেপি-৬
বামফ্রন্ট – ১
কংগ্রেস – ০
অন্যান্য – ০

৪. উত্তর দিনাজপুর –
মোট আসন – ২৬
তৃণমূল কংগ্রেস – ১২
বিজেপি – ৫
বামফ্রন্ট – ৫
কংগ্রেস – ৪
অন্যান্য – ০

৫. দক্ষিণ দিনাজপুর –
মোট আসন – ১৮
তৃণমূল কংগ্রেস-১২
বিজেপি-৫
বামফ্রন্ট – ১
কংগ্রেস – ০
অন্যান্য – ০

৬. মালদহ –
মোট আসন – ৩৮
তৃণমূল কংগ্রেস – ২৯
বিজেপি – ৯
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

৭. মুর্শিদাবাদ –
মোট আসন – ৭০
তৃণমূল কংগ্রেস – ৩৫
বিজেপি – ০
বামফ্রন্ট – ২
কংগ্রেস – ৩১
অন্যান্য – ২

৮. নদীয়া –
মোট আসন – ৪৭
তৃণমূল কংগ্রেস – ৩০
বিজেপি – ১৫
বামফ্রন্ট – ২
কংগ্রেস – ০
অন্যান্য – ০

৯. উত্তর ২৪ পরগনা –
মোট আসন – ৫৭
তৃণমূল কংগ্রেস – ৩০
বিজেপি – ২২
বামফ্রন্ট – ৫
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১০. দক্ষিণ ২৪ পরগনা –
মোট আসন – ৮১
তৃণমূল কংগ্রেস – ৫৭
বিজেপি – ১০
বামফ্রন্ট – ১৪
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১১. হাওড়া –
মোট আসন – ৪০
তৃণমূল কংগ্রেস – ৩২
বিজেপি – ৫
বামফ্রন্ট – ২
কংগ্রেস – ১
অন্যান্য – ০

১২. হুগলি –
মোট আসন – ৫০
তৃণমূল কংগ্রেস – ৪৪
বিজেপি – ২
বামফ্রন্ট – ৪
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১৩. পূর্ব মেদিনীপুর –
মোট আসন – ৬০
তৃণমূল কংগ্রেস – ৪১
বিজেপি – ৭
বামফ্রন্ট – ১২
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১৪. পশ্চিম মেদিনীপুর
মোট আসন – ৫১
তৃণমূল কংগ্রেস – ৩৫
বিজেপি – ১৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১৫. ঝাড়গ্রাম –
মোট আসন – ১৬
তৃণমূল কংগ্রেস – ১০
বিজেপি – ৫
বামফ্রন্ট – ১
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১৬. পুরুলিয়া –
মোট আসন – ৩৮
তৃণমূল কংগ্রেস – ২০
বিজেপি – ৫
বামফ্রন্ট – ৬
কংগ্রেস – ৭
অন্যান্য – ০

১৭. বাঁকুড়া –
মোট আসন – ৪৬
তৃণমূল কংগ্রেস – ২১
বিজেপি – ১৭
বামফ্রন্ট – ৮
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১৮. পশ্চিম বর্ধমান –
মোট আসন – ১৭,
তৃণমূল কংগ্রেস – ১৩
বিজেপি – ৩
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ১

১৯. পূর্ব বর্ধমান – 
মোট আসন – ৫৮
তৃণমূল কংগ্রেস – ৩৭
বিজেপি – ১২
বামফ্রন্ট – ৯
কংগ্রেস – ০
অন্যান্য – ০

২০. বীরভূম –
মোট আসন – ৪২
তৃণমূল কংগ্রেস – ৩৫
বিজেপি – ৬
বামফ্রন্ট – ১
কংগ্রেস – ০
অন্যান্য – ০

অর্থাৎ সমীক্ষা অনুযায়ী ২০ টির মধ্যে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ১৭ টি জেলা পরিষদে, বাকি তিনটি জেলা পরিষদ (মুর্শিদাবাদ, বাঁকুড়া ও উত্তর দিনাজপুর) ত্রিশঙ্কু হতে পারে। ত্রিশঙ্কু হলেও ওই তিনটি জেলাতেই তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!