এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্বিতীয় ঢেউয়েই সমাপ্তির পথে করোনা? তৃতীয় ঢেউকে আটকাতে কড়া মমতা সরকার!

দ্বিতীয় ঢেউয়েই সমাপ্তির পথে করোনা? তৃতীয় ঢেউকে আটকাতে কড়া মমতা সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই প্রথম থেকেই রাশ টানতে শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল গোটা রাজ্যজুড়ে। তবে বর্তমানে দ্বিতীয় ঢেউকে অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। কিন্তু এই পরিস্থিতিতে আবার তৃতীয় ঢেউ প্রবেশ করার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে প্রথম থেকেই যাতে তাকে আটকানো যায়, তার জন্য ইতিমধ্যেই সচেতনতা জারি করেছে রাজ্য সরকার।

আর এবার আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হল। যেখানে বিমানে করে কেউ যদি অন্য জায়গা থেকে কলকাতায় আসেন, তাহলে তাকে করোনা ভাইরাসের দুটি টিকাই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে দুটি টিকার ডোজের নথি দেখাতে না পারলে, কোনোমতেই প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার পরে অনেকেই তাকে স্বাগত জানাতে শুরু করেছেন।

সূত্রের খবর, এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, অন্য কোথাও থেকে যদি কলকাতা বিমানবন্দরে কোনো বিমান আসে, তাহলে সেখানে প্রত্যেক যাত্রীকে বিমানে উঠতে গেলে দুটি ডোজ নিতে হবে।” অর্থাৎ শহরে অন্য কোনো রাজ্য বা প্রদেশ থেকে কোনো বিমান এলে যাতে করোনা ভাইরাসের কোনো রকম ভয় না থাকে, তার জন্যই স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে এই বার্তা অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া হল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এর আগে রেল থেকে শুরু করে বিমানের মধ্যে দিয়েই করোনা ভাইরাসের বেশি পরিমাণে ছড়িয়ে পড়ার বিষয়টি সামনে এসেছিল। তাই তৃতীয় ঢেউ যখন মাথাচাড়া দিতে শুরু করেছে, তখন আর এই রকম কোনো বিষয়টি হালকা ভাবে নিতে চাইছে না রাজ্য সরকার। অর্থাৎ কড়া হাতে যে তৃতীয় দেবের আগের সমস্ত রকম গাফিলতি পূরণে সচেষ্ট রাজ্য, তা বলাই যায়।বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় ঢেউকে যেভাবে শক্ত হাতে দমন করেছে রাজ্য সরকার, তাতে এই পরিস্থিতিতে যদি আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তাহলে করোনার সঙ্গে আবার নতুন করে লড়াই শুরু করতে হবে রাজ্যকে।

তাই প্রথম থেকেই এই ব্যাপারে সচেতনতা পালন করতে উদ্যোগী রাজ্য। আর সেই কারণেই ভিন রাজ্য থেকে আসা বিমানগুলোর ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হল বড়সড় নির্দেশ। যাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এভাবেই প্রথম থেকেই যদি করোনা ভাইরাসের লাগাম টানা যায়, তাহলে তৃতীয় ঢেউ আর চোখ রাঙাতে পারবে না বলেই আশা করছেন চিকিৎসকরা। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগ কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!