এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হতেই করোনার নয়া সংক্রমণ শুরু, রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের!

দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হতেই করোনার নয়া সংক্রমণ শুরু, রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কোনোমতেই বিদায় দেওয়া যাচ্ছে না করোনা ভাইরাসকে। বলা ভালো, বিদায় দিতে চাইলেও, বিদায় নিচ্ছে না এই ভাইরাস। দ্বিতীয় ঢেউয়ে জেরবার হয়ে গিয়েছে ভারতবর্ষ। শুরু হয়েছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। যার ফলে করোনা ভাইরাস আটকানো সম্ভব হবে বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে নিম্নমুখী হতেই বিশ্বের নয়টি দেশে নতুন করে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতি মাথাচাড়া দিতে শুরু করল। যার ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রক।

ইতিমধ্যেই এই ব্যাপারে দেশের তিনটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। যাকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে উদ্বিগ্নতার মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে কি আবার করোনা ভাইরাসের নয়া প্রজাতিতে বিধ্বস্ত হবে ভারতবর্ষ? আবার নতুন করে সচেতনতা পালন করতে হবে দেশের মানুষকে? কিন্তু প্রতিটি বছর যদি এইভাবে করোনা ভাইরাসের নয়া প্রজাতি আসতে শুরু করে, তাহলে স্বাভাবিক জীবনযাপন কবে থেকে শুরু করবেন সাধারণ মানুষ, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই গোটা বিশ্বের নয়টি দেশে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতি মাথাচাড়া দিয়েছে। যার ফলে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষে। এক্ষেত্রে আগেকার মত আর ঢিলেমি করতে চাইছে না ভারত সরকার। মূলত ডেল্টা প্লাস প্রজাতি বিশ্বের নয়টি দেশে মাথাচাড়া দিতেই তিন রাজ্যকে সতর্ক করা হল।

জানা গেছে, ইতিমধ্যেই এই প্রজাতি মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় পাওয়া গিয়েছে। তাই যে সমস্ত জেলায় নয়া প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে এখন থেকেই যাতে কড়াকড়ি করা হয়, তার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক্ষেত্রে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে এই তিন রাজ্যকে।

বিশ্লেষকরা বলছেন, প্রথম ঢেউয়ের পর বর্তমানে দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে ভারতবর্ষকে। দ্রুত ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় জোর দিতে শুরু করেছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে সেই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া জোরকদমে চলছে শুরু করেছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন নিচের দিকে নামতে শুরু করেছে।

কিন্তু তার মাঝেই করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি দেশের তিনটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তাই এখন থেকেই যাতে আরও বেশি করে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কনটেইনমেন্ট জোনের ওপর জোর দিতে শুরু করল ভারত সরকার। অর্থ্যাৎ প্রথম থেকেই গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের নয়া প্রজাতি রোধে তৎপর কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!