এখন পড়ছেন
হোম > Uncategorized > দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ, পুজোর আগেই মারাত্মক হতে পারে করোনা! নয়া আতঙ্ক!

দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ, পুজোর আগেই মারাত্মক হতে পারে করোনা! নয়া আতঙ্ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দ্বিতীয় ঢেউকে ইতিমধ্যেই অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ যাতে না আসে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ। সামনেই শারদ উৎসব। তার আগে যাতে সুস্থতার পরিবেশ বজায় রাখা যায়, তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলোতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি সচেতন থাকতে হবে শিশুদের। কারণ তাদের ওপরেই সব থেকে বেশি এই তৃতীয় ঢেউ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সামনেই শারদ উৎসব। গতবছরও নমো নমো করে এই করোনা ভাইরাসের কারণে পালন করা হয়েছে দুর্গাপুজো।

তবে এবারেও যদি তৃতীয় ঢেউ আছড়ে পড়ে পুজোর সময়, তাহলে মাটি হবে শারদ উৎসব বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই আশঙ্কা বাড়িয়ে মিজোরামে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার বিষয়টি প্রকাশ্যে এলো। যেখানে একদিনে সেই মিজোরামে প্রায় 880 জন ব্যক্তি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে খবর। যার মধ্যে 163 জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই মিজোরামে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এবার কি বাংলাতেও আছড়ে পড়বে! তা নিয়ে রীতিমতো আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রশাসনের অন্দরমহলে।

সূত্রের খবর, রবিবার মিজোরামের প্রশাসনের পক্ষ থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। যেখানে স্বাস্থ্য দপ্তরের প্রকাশ করা বুলেটিনে দেখা যাচ্ছে, ইতিমধ্যেই সেই রাজ্যে তৃতীয় ঢেউয়ের ছায়া পড়ে গিয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 880 জন ব্যক্তি। পাশাপাশি যেভাবে ছোট শিশুদের মধ্যে আক্রান্তের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তাতে এতদিন তৃতীয় ঢেউয়ের ব্যাপারে যে আশঙ্কা করা হয়েছিল, তা কি সত্যি হতে চলেছে? অর্থাৎ শিশুদের মধ্যে কি সব থেকে বেশি প্রভাব ফেলবে তৃতীয় ঢেউ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিজোরামের পরিসংখ্যানের পর আতঙ্ক ক্রমশ ঊর্ধ্বমুখী। আর উত্তর-পূর্ব ভারতের রাজ্য হিসেবে পরিচিত মিজোরামে যদি তৃতীয় ঢেউ প্রভাব ফেলে, তাহলে বাংলাতেও তার আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। আর পুজোর আগে যদি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ বাংলাতে আছড়ে পড়ে, তাহলে এবারের শারদ উৎসব যে ব্যাপকভাবে মাটি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে মিজোরামের এই পরিসংখ্যান থেকে একাংশ আতঙ্কিত হয়ে পড়লেও, সকলকে সচেতন থাকারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভ্যাক্সিনেশন প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তাই এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞাগুলো বহাল রাখা হয়েছে, তা পালন করা উচিত।

পাশাপাশি বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা স্বাস্থ্যবিধি পালন করার ব্যাপারে যে নির্দেশ দিচ্ছেন, তা নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পালন করতে হবে সাধারণ মানুষকে‌। তাহলেই তৃতীয় ঢেউকে আটকে দেওয়া সম্ভব হবে বলে দাবি করছেন তারা। কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী বাংলা তথা দেশের মানুষ‌। পরপর করোনা ভাইরাসের দুটি ঢেউয়ের সঙ্গে লড়াই করেছে গোটা দেশ। তাই দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার পর এবার তৃতীয় ঢেউ যদি আবার মাথাচাড়া দেয়, তাহলে তাকে কিভাবে আটকানো যাবে, এখন সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য থেকে শুরু করে দেশের প্রশাসনের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!