এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরে

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অন্যান্য দল বিশেষত তৃণমূল থেকে বহু নেতাকর্মী যোগদান করেছেন বিজেপিতে। যোগদানের পর থেকেই বিজেপিতে বাড়ছে আদি বনাম নব্যের লড়াই। এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই, বেশ কিছু স্থানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দলের একাংশ। স্থানে স্থানে চলছে বিক্ষোভ। প্রার্থী তালিকা প্রকাশের পর নানা স্থানে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পর্যন্ত পড়েছে। এমনকি বিজেপির হেস্টিংস কার্যালয়েও বেশকিছু বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালেন। যা আজও চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হয়েছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু বিজেপি নেতাকে। গতকাল সোমবার রাতে নিউটাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও বিজেপির রাজ্য নেতৃত্ব, রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক চলছিল। এই বৈঠকে যোগদান করেছিলেন বিএল সন্তোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ প্রমুখরা।

এই বৈঠকে রাজ্য নেতৃত্বকে জবাবদিহি করতে হয়। প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভ, প্রার্থী বাছাই প্রক্রিয়া, স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব না দেওয়া, দলের বিক্ষোভ সামাল দিতে ব্যর্থতা, সংগঠনের উপরে নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্বকে। দলের বিক্ষভ দূর করে অবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!