এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্বিতীয় স্থানে বামেরা, সিপিএমকে আশার আলো দেখালেন অনুব্রত!

দ্বিতীয় স্থানে বামেরা, সিপিএমকে আশার আলো দেখালেন অনুব্রত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছিল। কিন্তু বর্তমানে রাজ্যের 108 টি পৌরসভা নির্বাচনে সেই বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। যেখানে বিরোধী স্থানে উঠে এসেছে বামেরা। অল্পসংখ্যক আসন পেলেও, বিজেপিকে সরিয়ে তাদের দ্বিতীয় স্থানে উঠে আসা কার্যত তাৎপর্যপূর্ণ। আর এই পরিস্থিতিতে বামেদের জন্য আশার বাণী শোনালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে অনুব্রতবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “সিপিএম উনিশে ভুল করেছিল। আবার দ্বিতীয় স্থানে উঠে আসছে। ঠিকমতো সংগঠন করলে আরও এগিয়ে যাবে বলে মনে হয়।”

বিশেষজ্ঞরা বলছেন, অনুব্রত মণ্ডল এই বার্তা দিয়ে সিপিএমকে উজ্জীবিত করার চেষ্টা করলেন। কেননা সিপিএম বিরোধী দলে থাকলে আদতে বিজেপির সঙ্গে যে কঠিন লড়াই লড়তে হচ্ছে তৃণমূলকে, তা আর লড়তে হবে না। তাই কৌশলগতভাবে সিপিএমকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন বীরভূমের কেষ্ট বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!