এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘দল আর করব না ‘ মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা, জোর জল্পনা

‘দল আর করব না ‘ মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা, জোর জল্পনা


প্রশাসক পদে নাম না থাকার পরই রীতিমত সরব হতে দেখা গিয়েছিল তাকে। আর এবার রাখঢাক না করে প্রকাশ্যে দলের জেলা সভাপতির বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করলেন জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, জেলা তৃণমূলের সভাপতি কিষাণ কুমার কল্যাণীর বিরুদ্ধে এবার নতুন টিম গঠন করতে শুরু করে দিয়েছেন তিনি। যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে তাঁকে বাদ দিয়ে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড গড়ার পর থেকেই দলের জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে টানাপড়েন শুরু হওয়ার খবর গিয়ে পৌঁছেছে দলীয় নেতৃত্বের কাছেও। আর তাই পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসুর মান ভাঙাতে তাঁর বাড়ি গিয়েছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ও তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। আধঘণ্টা দু’জনের মধ্যে কথা হয় ,

সেখানে তিনি নাকি জানিয়ে দিয়েছেন “স্পষ্ট কথা বলতে ভালবাসি তাই বলছি। কিষাণ কল্যাণীর নেতৃত্বে দল আর করব না।” এমনটা তিনি স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী গৌতম দেবকে। সংবাদমাধ্যমেএমনটাই দাবি করেন এদিন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু।

পুরসভার প্রশাসক বোর্ড থেকে কিষাণের কথাতেই তাঁকে সরানো হয়েছে বলে অভিযোগ করে মোহনবাবু আরো বলেন, “স্পষ্ট কথা বলতে ভালবাসি তাই বলছি। কিষাণ কল্যাণীর নেতৃত্বে দল আর করব না। চা বাগানের মালিক কিষাণ কল্যাণী দলের নেতা-কর্মীদের নিজের শ্রমিক ভাবেন। দলের নেতা-কর্মীরা সবসময়ে ভয়ে থাকে। কিষাণ কল্যাণীর হাতে দল সুরক্ষিত নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি দাবি করেন, “আমি পদের লোভী নই। আমাকে আগে বললেই দায়িত্ব থেকে সরে যেতাম। কিন্তু না বলে আমাকে সরানো হয়েছে। পরদিন কিছু না জানিয়ে পুলিশকে নির্দেশ দিয়ে আমার সরকারি নিরাপত্তা সরিয়ে দিয়েছে। আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।” চেয়ারম্যান থাকাকালীন দু’বার সেরিব্রালে আক্রান্ত হয়েছিল মোহন। এ দিন তিনি বলেন, “হুইল চেয়ারে বসে আমি ভাত খাচ্ছি, সেই ছবি আমার ঘরে লোক পাঠিয়ে লুকিয়ে তুলে রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে। বলা হয়েছে আমি অসুস্থ।”

যদিও তাঁকে কোনো মতেই ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ত্ব। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন গৌতম দেব এদিন। জানা হচ্ছে এদিন তিনি বলেন, “মোহনদা দলেই আছেন। ওঁর অভিজ্ঞতা আমাদের দলের কাজে নিশ্চই লাগবে। মোহনদার দু’বার সেরিব্রাল হয়েছে। এই মুহূর্তে তাঁকে মানসিক চাপের মধ্যে রাখা ঠিক নয়।”

তবে মোহনবাবুর দাবি ‘ কিষাণ কল্যাণীর নেতৃত্বে দল আর করব না।’ যে তৃণমূল নেতৃত্বকে ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!