এখন পড়ছেন
হোম > জাতীয় > দিলীপ ঘোষকে তড়িঘড়ি দিল্লি ডেকে পাঠালেন জেপি নাড্ডা! কারণ নিয়ে ধোঁয়াশা পদ্ম শিবিরের অন্দরেই

দিলীপ ঘোষকে তড়িঘড়ি দিল্লি ডেকে পাঠালেন জেপি নাড্ডা! কারণ নিয়ে ধোঁয়াশা পদ্ম শিবিরের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি যখন তার সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে মনোযোগ দিয়েছে সেই আবহে আজ শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে দিল্লিতে ডেকে পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সভাপতির এই তলব প্রসঙ্গে বিজেপি দলের এক সূত্র থেকে দাবি করা হয়েছে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই দলের বিভিন্ন নেতাকর্মীর সম্পর্কে বেশকিছু বিতর্কিত ভাষা প্রয়োগ করেছেন।

রাজ্য সভাপতিকে তাঁর এই বিতর্কিত ভাষার প্রয়োগ থেকে নিরস্ত করার জন্যই নাকি সর্বভারতীয় সভাপতি তাঁকে দিল্লিতে তলব করেছেন। এর সঙ্গে রাজ্য বিজেপিতে বেশ কিছুদিন ধরে চলা মতভেদ, মতান্তর ইত্যাদি অভিযোগ দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গেছে, এই সব কিছুর ব্যাপারেই খোঁজ নিতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় সভাপতির এই তলবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘‘আমিই নড্ডাজির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। উনি যেতে বলেছেন। তবে কবে যাব, তা এখনও ঠিক হয়নি।’’ যখন রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হয় যে তাঁর বিতর্কিত ভাষার প্রয়োগ সম্পর্কে সাবধান করে দিতেই কি দলের সর্বভারতীয় সভাপতি তাঁকে তলব করেছেন? তার উত্তরে তিনি বলেছেন, ‘‘আমি জানি না। আমাকে তো উনি বলেননি!’’

এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘‘জুলাই মাসে দলের বৈঠকের জন্য যখন কয়েক দিন দিল্লিতে ছিলাম, তখনই আমি নড্ডাজির সময় চেয়েছিলাম। আমার যে দিন দুপুরে কলকাতা ফেরার টিকিট ছিল, সে দিন সন্ধ্যাবেলা তিনি সময় দেন। কিন্তু পর দিন পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় আমি সে দিন থাকতে পারিনি। সে কথা ওঁকে জানিয়েছিলাম। গত ৭ অগস্ট আবার ওঁকে দেখা করার ইচ্ছে জানাই। তার পর উনি দিল্লিতে ডেকেছেন।’’

অন্যদিকে রাজ্য বিজেপি তে বারবার মতান্তর, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ বারবার সামনে এসে পড়ছে। এমনকি বিজেপির অন্তর থেকে শোনা গেছে এই গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বর কারণে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি পর্যন্ত চাইছেন। যদিও এই ব্যাপারগুলোই অনেকেই অস্বীকার করেছেন অনেকেই দাবি করেছেন বিজেপির অন্দরে কোন সমস্যায় নেই।মতান্তর, মতভেদ কোন কিছুই নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এই প্রসঙ্গে বিজেপির রাজ্য দপ্তরে একটি সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতিকে কিছুদিন আগেই প্রশ্ন করা হয়েছিল যে রায় সভাপতির পদ থেকে তিনি অব্যাহতি চান কিনা? এর উত্তরে তিনি বলেছিলেন, ‘‘দিলীপ ঘোষ যদি পদত্যাগ করতে চাইত, তা হলে এত দিন পদে থাকত না! আমি বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে, তার বুকে পা দিয়ে রাজনীতি করব! বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবে! কারও যদি আত্মবিশ্বাস, বিশ্বাস না থাকে, বাড়িতে বসে থাকুক! আমাদের মুখ্যমন্ত্রী হলে ওরা যেন মিষ্টি খেতে আসে।’’

রাজ্য সভাপতি দীলিপ ঘোষের এই মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। দলের স্বয়ং রাজ্য সভাপতির মুখে এমনতরো বক্তব্য আদৌ মানানসই কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকে। দলের অন্দরে সূত্রে জানা গেছে সেদিনের রাজ্য সভাপতির বক্তব্যের একটি ভিডিও রেকর্ড পৌঁছে দেওয়া হয়েছিল দলের কেন্দ্রীয় সভাপতি ও সেই সঙ্গে আরএসএস নেতৃত্বের কাছে । আর এর পরেই রাজ্য সভাপতি কে ডেকে পাঠালেন কেন্দ্রীয় সভাপতি।

বিজেপি সূত্রের দাবি, বিতর্কিত ভাষা থেকে তাঁকে নিরস্ত করতেই কেন্দ্রীয় সভাপতি তাঁকে তলব করেছেন। প্রসঙ্গত, ইতিপূর্বে বহুবার বিতর্কিত ভাষা প্রয়োগ করে তিনি দলের সমস্যা বৃদ্ধি করেছেন। বহুবার তাঁকে তাঁর ভাষা প্রয়োগ সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক করেছেন কিন্তু তাতেও তাঁর অভ্যাসের তেমন একটা একটা বদল ঘটে নি।

অন্যদিকে, এবার দিল্লি গিয়ে পূর্বের বাকি জেলাগুলির বিধানসভা ভোটের প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেলতে চান দীলিপবাবু। যা তিনি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন যে, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আগামী রবিবার সারা রাজ্য জুড়ে বুথ ভিত্তিক ধরনা দিতে চলেছেন রাজ্যের বিজেপি কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!