এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ-মুকুলরা নন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন রামকৃষ্ণ মিশনের এক মহারাজ?

দিলীপ-মুকুলরা নন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন রামকৃষ্ণ মিশনের এক মহারাজ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। উত্তরপ্রদেশে যেমন যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে বিজেপি নেতৃত্ব, এবার বাংলার জন্য সেরকম চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিজেপি শিবির। একুশের বিধানসভা নির্বাচনের জন্য এমনিতেই গেরুয়া শিবির বিভিন্ন চিন্তাভাবনা চালাচ্ছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে। এবার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাংলার রাজনীতিতে বিজেপি জয়লাভ করলে বেলুড় মঠের মহারাজের বাংলার মসনদে বসার।

আর এ ব্যাপারে নাম উঠে এসেছে বেলুড় মঠের স্বামী কৃপাকরানন্দ মহারাজের। যদিও বরাবর দেখা গেছে, রামকৃষ্ণ মিশন সর্বদাই রাজনীতির বাইরে থেকেছে। প্রত্যক্ষভাবে রাজনীতি করার তো প্রশ্নই নেই। এর আগে এক সাক্ষাৎকারে কৃপাকরানন্দ মহারাজ নিজেও জানিয়েছিলেন সে কথা। কিন্তু গেরুয়া শিবির যদি তাঁকে কোনোক্রমে রাজনীতিতে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে অন্য ছবি দেখা দিতে পারে।

রাজনীতিতে অবশ্য কোন কিছুই চিরস্থায়ী নয়। তাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলায় যদি এই 21 এই পরিবর্তন আনতে পারে, তাহলে বাংলার মানুষ এবার গেরুয়া পরিহিত মহারাজকেই দেখতে পেতে পারে বাংলার চালকের আসনে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনী লড়াই নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে শুরু হয়েছে সংকট।

কে হবেন এবারের নির্বাচনের মুখ তাই নিয়ে চলছে গেরুয়া শিবিরের নিজস্ব লড়াই। আর তাই এই সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠছে যে রাজনীতির বাইরের কেউ এবার দলের শীর্ষে উঠে আসতে পারেন। একুশের বিধানসভা নির্বাচনে লড়াই কিন্তু এবার বিজেপির কাছে হয় এসপার নয় ওসপার। একুশের লড়াইতে নামতে তৃণমূলের বরাবরের মতো বাংলার মুখ মমতা। কিন্তু বিজেপির কাছে লড়াইয়ে নামার জন্য এখনো নির্দিষ্ট কোন মুখ ঠিক হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিজেপির মুখ হিসেবে সৌরভ গাঙ্গুলীর নাম শোনা যাচ্ছিল। কিন্তু জানা গেছে, সৌরভ নিজেই রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতে চান। মূলত বঙ্গ বিজেপি শিবিরে এখন মুখ্য দুটি মুখ। একজন হচ্ছেন দিলীপ ঘোষ, যিনি একজন লড়াকু নেতা হিসেবে পরিচিত। তবে বঙ্গ বিজেপিতে তিনি যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি চালান, তা বাংলার মানুষ পছন্দ করেন না বলেই মত অনেকের।

অন্যদিকে মুকুল রায় তৃণমূল শিবির থেকে বিজেপি শিবিরে ঢুকেছেন এবং তাই এখনো মুকুল রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরেই। আবার দিলীপ মুকুল দ্বন্দ্ব নিয়ে সরগরম বিজেপি শিবির। আর এসব সম্ভাবনার কথা মাথায় রেখেই বাংলার মুখ হিসেবে যদি বিজেপি কৃপাকরানন্দ মহারাজকে তুলে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাহলে সাধারণের জন্য একটি চমকপ্রদ সিদ্ধান্ত হতে চলেছে গেরুয়া শিবিরের।

অন্যদিকে কৃপাকরানন্দ মহারাজ নিজেই অবশ্য রাজনীতিতে আসতে আগ্রহী নন। তবে মনে করা হচ্ছে, গেরুয়া শিবির সব রকম ভাবে চেষ্টা চালাবে বাংলার রাজনীতির লড়াই জিততে কৃপাকরানন্দের মতন শিক্ষিত, মার্জিত, রুচিশীল মানুষকে মুখ আনতে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভায় নির্বাচনী লড়াই যত কাছে আসছে, ততই গেরুয়া শিবিরের ভেতরে বিভিন্ন সাংগঠনিক সমস্যা উঠে আসছে।

এতদিন পর্যন্ত বিজেপি সংগঠন নিয়ে কোন কথা ওঠেনি। কিন্তু এবার একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব নজরে আসছে। অন্যদিকে লড়াইতে জেতার জন্য বাংলার সামনে নিয়ে আসার মত কোন লোক এই মুহূর্তে নেই গেরুয়া শিবিরের, বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি শিবির কৃপাকরানন্দ মহারাজকে ধরে বাংলার রাজনীতির তরী পেরোতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!