এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের নির্দেশ অমান্য করায় কড়া পদক্ষেপ হেভিওয়েট তৃণমূল কর্মীদের বিরুদ্ধে !

দলের নির্দেশ অমান্য করায় কড়া পদক্ষেপ হেভিওয়েট তৃণমূল কর্মীদের বিরুদ্ধে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে যে একটি চাপা অন্তর্দ্বন্দ্ব চলছিল তারই প্রতিফল হিসেবে পরবর্তীতে দেখা যায় যে প্রার্থী তালিকা প্রকাশের পরে বেশ কিছু নেতারা প্রার্থী তালিকায় ঠাঁই না পাওয়ার জন্য নির্দল হিসাবে নিজেদের মনোনয়নপত্র জমা দেন ।যদিও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা নির্দল হিসাবে নাম লিখিয়েছিলেন টিএমসি প্রার্থী তালিকায় স্থান না পাওয়ার জন্য তাদেরকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সোজা ভাষায় বলা হয়েছিল যে নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে দলের পক্ষ থেকে ।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে এবারে উত্তর 24 পরগনা জেলার মোট 13 টি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে মোট 67 জন তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তবে এর মধ্যে দলের  মহাসচিব এর কথা শুনেই 6 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন নির্দল প্রার্থী হিসেবে । তবে প্রত্যাহার থেকে অবশিষ্ট থেকে যায়  61 জন কর্মী , যারা তৃণমূল কংগ্রেসের এই কড়া হুঁশিয়ারি বা আদেশ মানতে নারাজ তাই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর  পার্টি থেকে সমস্ত রকমের নির্দেশ দেয়ার পরেও যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এবার তদের জন্য দলের পক্ষ থেকে কড়া ব্যাবস্থা নিয়ে 61 জন কর্মীকে সরাসরি বহিস্কৃত করলো তৃণমুল দল থেকে । ব্যারাকপুরে তৃণমূলের জেলা  সভাপতি পার্থ ভৌমিক একটি সাংবাদিক বৈঠক করেই এই 61 জন নির্দল প্রার্থীকে যে তৃণমূল থেকে বহিস্কৃত করা হয়েছে বলে জানিয়ে দেন। তবে এখন দেখার বিষয় এই পৌর নির্বাচনে এই 61 জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থী জয়ী হয়ে উঠে আসেন তৃণমূল কংগ্রেস এর বিপক্ষে দাঁড়িয়ে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!