এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় কর্মসূচিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে সায়ন্তন! কল্যানকে কড়া আক্রমণ!

দলীয় কর্মসূচিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে সায়ন্তন! কল্যানকে কড়া আক্রমণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পরেই ময়দানে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। অমিত শাহকে দিয়ে ভার্চুয়াল সভা করানোর পরেই এবার মানুষের দরজায় দরজায় যেতে শুরু করেছে বিজেপি নেতা কর্মীরা। জানা গেছে, বর্তমানে রাজ্য জুড়ে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান শুরু হয়েছে রবিবার এই কর্মসূচিতে এসেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতা সায়ন্তন বসু।

সূত্রের খবর, রবিবার হুগলির রিষড়ার 17 নম্বর ওয়ার্ডে বিজেপির এই কর্মসূচিতে যোগ দিতে আসেন সায়ন্তন বসু। অভিযোগ, সেখানে স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা তার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে তৃণমূলের কর্মীরা সায়ন্তনবাবুকে বিক্ষোভ দেখানোর সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। তারাও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হন।

এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে যেভাবে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হল সায়ন্তন বসুকে, তাতে রীতিমত উত্তেজনা বাড়ছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হন এই বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমাদের দলের পুরোনো এক কার্যকর্তা অসুস্থ ছিলেন। তার সাথে দেখা করে গৃহ সম্পর্ক অভিযান করতে গিয়েছিলাম। সেখান থেকে চা খেয়ে যখন বেরিয়ে আসি, তখন তৃণমূলের থেকে 150-200 জন লোক আমার দিকে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। সায়ন্তন বসু গো ব্যাক বলে স্লোগান দিতে থাকে। এটাই ওদের সংস্কৃতি।”

এদিকে এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির সায়ন্তন বসু। জানা গেছে, এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় সায়ন্তন বসু সম্পর্কে বলেছিলেন, “সায়ন্তন বসু যেখানেই যায়, সেখানেই প্ররোচনা দিয়ে মানুষকে উত্তেজিত করে। পথ আটকায় পুলিশকে মারতে চায়। এটাই ওর স্টাইল।”

আর সেই প্রসঙ্গেই সায়ন্তন বসু বলেন, “উনি আগে মানসিকভাবে সুস্থ হন। উনি দিল্লিতে বেশিরভাগ সময় থাকেন। সেখানে ভালো পাগলের ডাক্তার দেখান। তারপর ওনার প্রশ্নের উত্তর দেব।” সব মিলিয়ে এবার দলীয় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন সায়ন্তন বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!