এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ-মুকুল দ্বন্দ্ব উধাও! কৈলাশের নেতৃত্বে দিলীপের বাড়িতেই তৈরী হচ্ছে একুশের নীলনকশা!

দিলীপ-মুকুল দ্বন্দ্ব উধাও! কৈলাশের নেতৃত্বে দিলীপের বাড়িতেই তৈরী হচ্ছে একুশের নীলনকশা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের একটা রূপরেখা নির্মাণ করতে গত মাসে দিল্লিতে বিজেপির একটি বিরাট বৈঠকের আয়োজন করা হয়েছিল। যে বৈঠকে উপস্থিত ছিলেন একাধারে রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় বিজেপির বেশ কিছু উল্লেখযোগ্য নেতা। সংবাদ সূত্রে জানা যায় এই বৈঠকেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বেশকিছু মতভেদ ঘটেছিল। তারপর বৈঠকের পরিসমাপ্তির পূর্বেই মুকুল রায় এর কলকাতায় ফেরা সৃষ্টি হয়েছিল নানান গুঞ্জন ও জল্পনা।

বিজেপি দলের মধ্যে আভ্যন্তরীণ মতান্তরের কথা বারবার বলে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলি, সেই অবস্থা এরকম বৈঠকের আগেই কলকাতা ফিরে আসা নিয়ে যথেষ্ট জল্পনা ছড়িয়েছিল। তবে এ ব্যাপারে মুকুল রায় জানিয়েছিলেন যে, তিনি তাঁর চোখের চিকিৎসার কারণে কলকাতায় ফিরে এসেছেন ।ইতিপূর্বে বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার বিবৃতি দিয়েছেন যে, তাঁদের দলে কোথাও কোন দ্বন্দ্ব নেই, কোথাও কোন মতান্তর নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। গতকাল সোমবার সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করেছেন মুকুল রায় ।

প্রসঙ্গত, রাজ্য বিজেপি দলের মধ্যে একটা চোরা অন্তর্দ্বন্দ্ব বেশকিছু সময় ধরে চলে আসছে, এমনটাই বিভিন্ন মহলের দাবি। রাজ্য বিজেপি দলের মধ্যে প্রকৃত অন্তর্দ্বন্দ্ব আছে কিনা, তার একাধিকবার খোঁজ নিয়েছেন দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা। শেষ পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকেই রাজ্যদলে নির্দেশ এসেছে যে, সমস্ত বাদ বিসম্বাদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী বিধানসভা লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার।

আজ মঙ্গলবার থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোলকাতাস্থিত বাসভবনে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। যে বৈঠকে উপস্থিত থাকছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা আগামী পাঁচ দিন ধরে এই বৈঠক চালাবার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে অল্প কিছুদিন আগে দিল্লিতে বেশকিছু রাজ্যস্তরীয় বিজেপি নেতাদের বিশেষ তলব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সেখানে তাঁদের মধ্যে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়েছিল।আর এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছিল একুশে বাংলার মসনদ অধিকারের লক্ষে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য।

প্রসঙ্গত, বিজেপির ওই দিল্লির বৈঠকের পরেই আয়োজন করা হলো আজকের বিশেষ বৈঠক। বৈঠক উপলক্ষেই আজ বিজেপি নেতা মুকুল রায়কে বিজেপি নেতা দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে দেখা গেছে। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, রাজ্য বিজেপির অন্দরে যে কোন অন্তর্দ্বন্দ্ব, মতভেদ, মতান্তর নেই সেটা প্রমাণ করতেই তৎপর রাজ্য বিজেপি। আর একারণেই এদিনের বিশেষ বৈঠকে যোগ দিচ্ছেন রাহুল সিনহা, কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন প্রমুখরা।

সংবাদসূত্র জানা গেছে, রাজ্য সভাপতির বাড়িতে অনুষ্ঠিত বিজেপির এই বিশেষ বৈঠকে পশ্চিমবঙ্গের ১৫০ বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা চলবে। আজকের এই আলোচনায় থাকছে হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি জেলা। এই জেলাগুলির বিজেপির জেলা সভাপতি, পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। বিজেপির পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি পরীক্ষার পাশাপাশি, শাসকদলের শক্তির দিকেও বিশেষ লক্ষ্য রাখতে চলেছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত আগামী ১৯,২২,২৩ ও ২৪ সে আগস্ট তারিখে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপির সাম্প্রতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। বিধানসভার স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স যোগাযোগ করতে পারেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের মতো কেন্দ্রীয় নেতারা। কলকাতায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির একটা প্ল্যান পেপার এই বিশেষ বৈঠকেই নির্মাণ করা সম্ভব হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!