এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING – দেশের প্রথম রাজনীতিবিদ হিসাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রভাবশালী বিধায়কের

BREAKING – দেশের প্রথম রাজনীতিবিদ হিসাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রভাবশালী বিধায়কের


দেশজুড়ে করোনানার থাবা এতটাই ছড়িয়েছে যে তা ইযিমধ্যেই একপ্রকার ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারতবর্ষে করোনার নামেই এখন চরম আতঙ্ক। ভারতবাসীর সংক্রমণ এড়াতে অবশ্য লকডাউন চলছে এখনো। কিন্তু বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন লকডাউন চললেও, করোনার সংক্রমণকে আটকানো সেভাবে যাবে না। আর যেন বিশেষজ্ঞদের সেই কথাকে সঠিক প্রমাণ করতেই, করোনার সংক্রমণ চরম আকার ধারণ করেছে।

এতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সাধারণ মানুষ থেকে ডাক্তার, পুলিশ, নার্স, সেলিব্রিটি – প্রত্যেকেই হয়েছেন। আর এবার রাজনৈতিক অলিন্দে করোনার পা পড়ল বলে জানা যাচ্ছে। আগেই খবর পাওয়া গিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক সচিব করোনা আক্রান্ত হয়েছেন। এরপর একের পর এক রাজনৈতিক নেতার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হলেন তামিলনাড়ুর ডিএমকে নেতা তথা প্রভাবশালী বিধায়ক জে আনবাঝাগন।

করোনা পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন এই মুহূর্তে তামিলনাড়ু সরকার। ইতিমধ্যে খবর পাওয়া গেছে তামিলনাড়ুতে করোনা সংক্রমণের হার মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। আর এবার করোনা ভাইরাস প্রাণ কাড়ল সেই রাজ্যের দাপুটে এই রাজনীতিবিদের। প্রসঙ্গত, মৃত ডিএমকে নেতার বুধবারই জন্মদিন ছিল। আর ওই দিনই তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। যা শোকস্তব্ধ করে দিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর গত 10 মে জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডিএমকে বিধায়ক। মঙ্গলবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল থেকে সমস্ত রকম চেষ্টা করা হয় তাকে বাঁচানোর, কিন্তু তা সত্ত্বেও বিধায়কের স্বাস্থ্যের কোনো রকম উন্নতি হয়নি। এমনকি ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল তাকে বলে জানা গেছে। এদিন সকাল আটটা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে খবর। জে আনবাঝাগন একজন প্রসিদ্ধ ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তামিলনাড়ুতে।

গত 2001, 2011 এবং 2016 সালে – পরপর তিনবার চেন্নাইয়ের 3 আসন থেকে তিনি বিধায়ক হন নির্বাচনে জিতে। সূত্রের খবর ডিএমকে প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন তিনি। দলের বিধায়ক এর মৃত্যুতে ইতিমধ্যেই ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন শোক প্রকাশ করেছেন। অন্যদিকে উক্ত বিধায়কের মৃত্যুতে বিধানসভার আসন খালি হল। এই নিয়ে ডিএমকের 3 বিধায়কের মৃত্যু হল এবং বিধানসভার তিনটি আসন খালি হল বলে খবর।

এদিকে করোনা আক্রান্ত হয়ে যেভাবে জে আনবাঝাগন মৃত্যুবরণ করলেন তা রাজনৈতিক অলিন্দে চরম আতঙ্ক উসকে দিয়ে গেল বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে সর্বসাধারণ। অন্যদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশজুড়ে আনলক ওয়ান ঘোষণা করেছেন। এর ফলে খুব স্বাভাবিক ভাবেই মানুষ ঘরের বাইরে পা দিচ্ছে। অন্যদিকে সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছে।

এর ফলে সংক্রমণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বরাবরই চিকিৎসক ও বিশেষজ্ঞরা করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলেই সাবধানতা ও সতর্কতা যে মূল হাতিয়ার তা বলে এসেছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষই সেই নিয়ম বিধি মেনে চলছেন না। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার নিষেধাজ্ঞাও এক ফুঁয়ে উড়িয়ে দিচ্ছেন অনেকেই। এই অবস্থায় এবার যেভাবে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হচ্ছেন, তা দেখে এবার রাজনৈতিক শিবিরেও চরম আতঙ্ক তৈরি হলো বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!