এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বহু প্রতীক্ষিত ডি ও /বি এল ও মামলার রায় বের হলো, বড় জয় পেলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ

বহু প্রতীক্ষিত ডি ও /বি এল ও মামলার রায় বের হলো, বড় জয় পেলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ


বহু প্রতীক্ষিত ডি ও /বি এল ও মামলার রায় বের হলো আজ হাইকোর্টে। আজ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে অতি সংবেদনশীল ডিও/বিএলও মামলার রায়দান হলো আর তাতেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বড় জয় পেলো। জয় পেলো শিক্ষক সমাজ এমনটাই দাবি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের শিক্ষকদের। এই মাত্র আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি মারফত জানা গেলো যে নির্বাচন কমিশনার শিক্ষকদের যে ডি ও /বি এল ও ডিউটির নির্দেশিকা জারি করেছিল তা খারিজ করে দিলেন বিচারপতি। আর প্রাথমিক শিক্ষকদের নির্বাচনী ভোটার তালিকা সংশোধন করতে হবে না। তবে যদি নির্বাচন কমিশন চান যে শিক্ষকদের কাজে লাগাতে তবে শিক্ষকদের ছুটিতে থাকাকালীন সেই ডিউটি র জন্য নতুন করে নির্দেশিকা বের করতে হবে এবং সেই ছুটিতে কাজ করার জন্য বাড়তি ছুটির ও ব্যাবস্থা করতে হবে। ফলে সব মিলিয়ে বড় জয় পেলো শিক্ষককুল।

 

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের দিয়ে ডিও/বিএলও ডিউটি করানো নিয়ে যে তীব্র বিতর্ক রাজ্যজুড়ে শুরু হয়েছে এবং শিক্ষকদের প্রাথমিক কর্তব্য শিক্ষাদানের অঙ্গীকারকে রক্ষা করতে রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক যে ‘যুদ্ধ’ কার্যত শুরু করেছেন – তার চূড়ান্ত ফয়সালা আজ হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষকদের দিয়ে যে ডিও বা বিএলও ডিউটি করানো হচ্ছে – তা কি আদৌ আইনসম্মত? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা তো বলছে শিক্ষকরা এই কাজ করতে বাধ্য নন – রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন তা মানছেন না কেন? শিক্ষকদের নির্বাচনের কাজে ব্যবহার করতে গেলে ঘোষিত ছুটি থাকতে হবে – এখানে সে নিয়ম কেন মানা হচ্ছে না? এইসব প্রশ্নেরই আজ ফয়সালা হওয়ার কথা কলকাতা হাইকোর্টে।

গত ২৬ সে সেপ্টেম্বর ইসলামপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় ১২ ঘন্টার বাংলা-বন্ধ ডেকেছিল বিজেপি। সেই বনধকে ব্যর্থ করার সর্বাত্মক নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অমল মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এক আবেদন করে জানিয়েছিলেন যে সেদিনের বনধের পরিপ্রেক্ষিতে যানবাহনের অসুবিধার জন্য বা নিরাপত্তাজনিত কারণে আইনজীবীরা আদালতে আসতে সমস্যায় পড়তে পারেন। তাই সেদিন যেন কোন মামলার শুনানি বা রায়দান না হয়। আর তারপরেই সরকার পক্ষের বা নির্বাচনে কমিশনের আইনজীবীকে ২৬ তারিখ আদালতে পাওয়া যায় নি।

প্রসঙ্গত, গত ২৬ সে সেপ্টেম্বর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে অতি সংবেদনশীল ডিও/বিএলও মামলার রায়দান করার কথা থাকলেও সরকার পক্ষের বা নির্বাচনে কমিশনের আইনজীবীকে ২৬ তারিখ আদালতে পাওয়া যায় নি তাই সেদিন বিচারপতি রায় দেন নি। আজ প্রিয়বন্ধু মিডিয়ার তরফ থেকে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ‘ মঈদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন যে মহামান্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার রায়দান হবে আজ দুপুর ২.৩০ টে তে। আমরা আশাবাদী যে মহামান্য আদালত সবদিক বিবেচনা করে মানবিক রায়ই দেবেন, আজ রায় শিক্ষকদের পক্ষেই যাবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!