এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পঞ্চমদিন পেরিয়ে ষষ্ঠদিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি,কবে কাটবে অচলাবস্থা? চিন্তায় রাজ্যবাসী

পঞ্চমদিন পেরিয়ে ষষ্ঠদিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি,কবে কাটবে অচলাবস্থা? চিন্তায় রাজ্যবাসী

পঞ্চমদিন পেরিয়ে ষষ্ঠদিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি। বেহাল রাজ‍্যের স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতে আজ সকাল ১০ টার সময় এন আর এসে জুনিয়র ডাক্তাররা জিবি বৈঠকে বসতে চলেছেন। সেখানেই আন্দোলনের ভবিষ‍্যতের রূপরেখা নির্দিষ্ট করার পাশাপাশি চেষ্টা হবে এই অচলাবস্থার সমাধান সূত্র বের করার।

মুখ‍্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এন আর এসে যাবেন না। জুনিয়র ডাক্তাররাও অনড় নবান্নে যাওয়ার ব‍্যাপারে। এক্ষেত্রে বৈঠকের জন‍্য তৃতীয় কোনও জায়গার নাম ডাক্তারদের জিবি মিটিংয়ে উঠে আসতে পারে। সূত্র অনুযায়ী রাজভবনই হতে পারে সেই বিকল্প জায়গা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ রাজ‍্যপালকে এই সংকট কাটানোর জন‍্য বারবার উদ্যোগ নিতে দেখা গেছে। তিনি একদিকে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আবার দেখা করেছেন ডাক্তারদের প্রতিনিধির সঙ্গেও। প্রশ্ন উঠছে যুযুধান দুই পক্ষ মুখ‍্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের সহমতের অবস্থানে এনে অচলাবস্থা কাটাতে সফল হতে পারবেন কি রাজ‍্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। উত্তরের খোঁজে আছে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!