এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “ডাক্তাররাই আসল ভগবান…” জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি একি বললেন দেব! জেনে নিন!

 “ডাক্তাররাই আসল ভগবান…” জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি একি বললেন দেব! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন। দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন তারা। আবার মাঝে তাদের কর্মবিরতি উঠে গেলেও নতুন করে বেশ কিছু দাবিতে পুজোর মধ্যেও তারা কর্মবিরতি রেখে আন্দোলন করছেন। যার ফলে স্বাস্থ্য পরিসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকেই আন্দোলন আন্দোলনের মত করে চললেও কর্মবিরতি তুলে নিয়ে পরিষেবা দিন চিকিৎসকরা, এই আবেদন জানাচ্ছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বড় মন্তব্য করলেন দীপক অধিকারী ওরফে দেব।

প্রসঙ্গত, এদিন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে দীপক অধিকারী ওরফে দেবকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি চাই মানুষ যেন চিকিৎসা পরিষেবা সঠিক পায়। আসলে গরিব মানুষরাই তো হসপিটালে যায়। তারা যেন চিকিৎসাটা পায়। আমি এটা বলছি না যে, জুনিয়ার চিকিৎসকরা প্রতিবাদ করবেন না। কিন্তু তার পাশাপাশি চাই যে, মানুষ যেন শান্তিতে থাকে। মানুষের কাছে ডাক্তাররাই আসল ভগবান। একটা ভগবানের উৎসবে আর একটা ভগবান যদি আন্দোলন করে, তাহলে সেটা ভালো দেখায় না। আমি মনে করি, ওনারাও বিষয়টা নিয়ে ভাবছেন। কারণ গরিব মানুষদের কাছে ডাক্তাররা ভগবান। সাধারণ মানুষ জীবন বাঁচানোর জন্য তাদের কাছে যায়।”

স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে কোনো মন্তব্য না করলেও, তারা যাতে স্বাভাবিক পরিষেবাটুকু দেন এবং কর্মবিরতি তুলে নেন, পরোক্ষে সেই আবেদন করতেই দেখা গেল বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল সাংসদকে‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!