এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি

“দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৭ ই এপ্রিল নির্বাচন রয়েছে জলপাইগুড়ি জেলাতে। নির্বাচনী প্রচারে গতকাল জলপাইগুড়িতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ জলপাইগুড়ি জেলায় চা চক্রে যোগ দান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি গণ মাধ্যমে জানান যে, নির্বাচনে দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে, তত বেশি আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আজ সকালে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ কালে আজ বিজেপির রাজ্য সভাপতি এসেছিলেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকাতে। সেখানে এসে তিনি যোগদান করেছিলেন চা চক্রে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে যোগদান করেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে জানালেন যে, এর আগে তাঁরা সিপিএম, কংগ্রেসকে হজম করেছেন। এবার তাঁদের লক্ষ্য হলো তৃণমূল। অন্যদিকে গণমাধ্যমে দিলীপ ঘোষ জানালেন, নির্বাচনের দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু এতে কোনো লাভ হবে না। মানুষ রয়েছেন বিজেপির সঙ্গে।

এরপর বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, তাঁরা কখনও হামলা করেন না। কারা আক্রমন করে? তা সেদিন তাঁর ওপরে আক্রমণের ঘটনায় স্পষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন, তাঁর মিছিলে ১০ টি গাড়ি ভাঙ্গা হয়েছে। এরপর জলপাইগুড়িতে চা-চক্র শেষ করে বিজেপির রাজ্য সভাপতি গিয়েছিলেন ময়নাগুড়ি শহরে। ময়নাগুড়িতে রোডশোয়ে অংশগ্রহণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

ময়নাগুড়ি শহরের বাইপাস থেকে শুরু করে, সম্পূর্ণ শহর পরিক্রমা করে বিজেপির এই রোডশো। রোডশো থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, জনগণ তাঁদের ভোট দেওয়ার জন্য বসে আছেন। একবার বুথে আসতে পারলে, আর কারো কিছু করার ক্ষমতা থাকবে না। ২ রা মের পর দেশ ছেড়ে পালাতে হবে।

আজ ময়নাগুড়িতে রোডশোর সময়ে একটি হুড খোলা জিপ গাড়িতে ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কৌশিক রায়ের পাশে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই রোডশোয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বমি সহ একাধিক নেতৃত্ব। নজরকাড়া জমায়েত হয়েছিল এই রোডশোয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!