এখন পড়ছেন
হোম > জাতীয় > দৈনিক সংক্রমণ নীচের দিকে, এবার কি তাহলে করোনা থেকে মুক্তি নাকি নতুন রূপে ফিরে আসছে ভয়াবহতা

দৈনিক সংক্রমণ নীচের দিকে, এবার কি তাহলে করোনা থেকে মুক্তি নাকি নতুন রূপে ফিরে আসছে ভয়াবহতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যেভাবে ক্রমশ বেড়ে চলেছে করোনা, তাতে প্রায় নিত্যদিন সংক্রামিতর সংখ্যা এবং মৃতের সংখ্যা রেকর্ড হারে বেড়ে চলেছে। পাশাপাশি করোনা প্রতিহত করতে যে যে বিষয়গুলির প্রয়োজন, এখনো পর্যন্ত দেখা গেছে সেই বিষয়গুলির পর্যাপ্ত অভাব। সবথেকে বড় সমস্য হয়ে দেখা দিয়েছে এই মুহূর্তে প্রতিষেধকের অভাব। তবে বিগত কয়েক দিন যাবত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গিয়েছে। কারণ দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা নিচের দিকে, যা কিছুটা আশার আলো দেখাচ্ছে বিশেষজ্ঞদের।

অন্যদিকে টিকা নিয়েও চলছে একের পর এক গবেষণা‌। অবশ্য চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার দৈনিক সংক্রমণে পারাপতন হলেও তা খুব একটা স্বস্তিদায়ক নয়। তার কারণ এর আগেও দু-একদিন দৈনিক সংক্রমণে পারাপতন হতে দেখা গিয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু তারপরেই নতুন রেকর্ড করে ঘুরে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। পাশাপাশি বিশেষজ্ঞরা নতুন বিপদের কথা শোনালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের মতে, শুধুমাত্র হাঁচি কিংবা কাশির সাথে করোনা জীবাণু সংক্রমণ ছড়াতে পারে তা নয়, বায়ুপথেও ক্রমাগত করোনার জীবাণু ছড়িয়ে পড়ছে এবং তা বিপদ বাড়ানোর জন্য যথেষ্ট। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই করোনার পরিপ্রেক্ষিতে তৈরি ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল’ এ বদল ঘটিয়ে ফেলেছে। যে বদল ঘটেছে তাতে কিন্তু চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। সব মিলিয়ে করোনা আতঙ্ক যে ক্রমাগত বেড়েই চলেছে দেশজুড়ে, তা নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত এই চিন্তা থেকে মুক্তি কিভাবে তা নিয়েই চলছে উচ্চস্তরীয় চিন্তাভাবনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!