এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দল বিরোধী কাজের অভিযোগ, ভোটের মুখে একাধিক নেতাকে শোকজ তৃণমূলের!

দল বিরোধী কাজের অভিযোগ, ভোটের মুখে একাধিক নেতাকে শোকজ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মুখে এবার একাধিক নেতাকে শোকজ করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এবারের নির্বাচনে তৃণমূলের কাছে খুব একটা সহজ নয়। দলের একাধিক নেতা ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন। অনেকে টিকিটের আশায় থেকেও এবার টিকিট পাননি।

যার ফলে অনেক কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং তৃণমূল নেতাকে জেলা নেতৃত্বের পক্ষ থেকে শোকজ করার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে।

সূত্রের খবর, রবিবার বিকেলে বহরমপুরের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। যেখানে বেশকিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশকিছু কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছিল বলে খবর। তাই সহকারি সভাপতি সহ জেলা পরিষদের মোট 7 জন সদস্যকে শোকজ করা হয়েছে বলে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের দাবি, টিকিট না পাওয়ার কারণে অনেক নেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল‌। সেই কারণে তারা অন্য নেতাদের বিরুদ্ধে কুৎসা করতে শুরু করেছিলেন। যা নির্বাচনের মুখে যথেষ্ট প্রভাব ফেলেছিল তৃণমূলের সংগঠনে। তাই এই পরিস্থিতিতে যে সমস্ত নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল ঘাসফুল শিবির।

কেন শোকজ করা হল? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, “মুর্শিদাবাদ জেলা পরিষদের কিছু কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে। বহুবার তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু ক্ষেত্রে হলেও কয়েকজন এখনো দল বিরোধী কাজ করে যাচ্ছেন। সেই কারণে জেলা পরিষদের সভাধিপতি সহ মোট সাতজন সদস্যকে চিঠি পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে চিঠির জবাব না দিলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।”

যদিও বা কি কারনে শোকজ করা হয়েছে, তা জানেন না বলে জানিয়ে দিয়েছেন জেলা পরিষদের সদস্য। পর্যবেক্ষকরা বলছেন, এর আগে একাধিক নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে অনেক জায়গায় খারাপ ফলাফল হয়েছে শাসকদলের। এবারেও যদি তা হয়, তাহলে বিজেপি বাড়তি ফায়দা তুলে নিতে পারে। তাই নির্বাচনের আগেই দল বিরোধী কাজের অভিযোগ তুলে একাধিক নেতাকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। এখন শোকজ নোটিশ পাওয়ার পর তৃণমূল নেতারা দলকে কি জবাব দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!