এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দল বদলাতেই হেভিওয়েট বিধায়ককে তৃণমূল দিল বড় ধাক্কা! বাদ গেলেন না বিজেপি সাংসদও? জেনে নিন

দল বদলাতেই হেভিওয়েট বিধায়ককে তৃণমূল দিল বড় ধাক্কা! বাদ গেলেন না বিজেপি সাংসদও? জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্যই তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দলবদল করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। দীর্ঘদিন যাবত তৃণমূলে তিনি ক্ষোভ প্রকাশ করে আসছিলেন দলগত ইস্যু নিয়ে। কিন্তু তাঁর কথায় দলের বিশেষ কেউ কর্ণপাত না করায় শেষ পর্যন্ত তিনি দলবদল করে গেছেন গেরুয়া শিবিরে। আর গেরুয়া শিবিরের যাওয়া মাত্রই হেভিওয়েট বিধায়ক মিহির গোস্বামী তৃণমূলের তরফ থেকে পেলেন বড়সড় ধাক্কা। পাশাপাশি জানা যাচ্ছে, কোচবিহার শিল্প মেলার আমন্ত্রণপত্রে বিধায়ক মিহির গোস্বামীর পাশাপাশি নাম নেই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকেরও। সব মিলিয়ে এই ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

তবে উল্লেখযোগ্যভাবে এবছর শিল্প উৎসবের আমন্ত্রণপত্রে জায়গা পেয়েছেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক নগেন রায়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিহির গোস্বামী এবং নিশীথ প্রামাণিক। রাজনৈতিক মহলের অনেকেই অবশ্য মনে করছেন, দলবদলের কারণেই মিহির গোস্বামীকে এহেন ধাক্কা খেতে হল। 29 শে নভেম্বর কোচবিহারের মদনমোহন বাড়িতে শুরু হয়েছে রাস উৎসব। তবে এ বছর করোনার কারণে রাশের মেলা হচ্ছেনা। পরিবর্তে মহারাজা জিতেন্দ্র নারায়ণ স্টেডিয়ামে হচ্ছে শিল্প মেলা। আর সেই শিল্প মেলাতেই আমন্ত্রণ জানানো হচ্ছে বিশিষ্ট নেতাদের। এই আমন্ত্রণপত্র নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

কারণ কোচবিহার পুরসভা পরিচালিত এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর। পাশাপাশি সাংসদ নিশীথ প্রামানিকও এই অনুষ্ঠানে ব্রাত্য। তবে জানা গেছে, সমস্ত তৃণমূল বিধায়কের নাম যেমন এই আমন্ত্রণপত্রে রয়েছে, তেমনি উল্লেখযোগ্যভাবে আমন্ত্রিত তালিকায় রয়েছেন বাম বিধায়ক নগেন রায়। আর এই বিষয়টি নিয়েই সবথেকে বেশি আপত্তি জানিয়েছেন মিহির গোস্বামী এবং নিশীথ প্রামাণিক। মিহির গোস্বামী এ প্রসঙ্গে বলেন, বামেরা আগে যে পন্থা নিয়ে চলত, সেই পন্থাই বর্তমানে তৃণমূল গ্রহণ করেছে।  বামেদের সময় বিরোধীরা যেমন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতেন না, ঠিক সেরকমই তৃণমূলও একই পদ্ধতি অনুসরণ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি নিশীথ প্রামাণিকও এদিন জানান, কার সঙ্গে কি রকম আচরণ করতে হয় তৃণমূল তা জানে না। তবে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহ জানিয়েছেন, রাজনৈতিক কারণে আমন্ত্রণপত্র থেকে বিধায়ক ও সাংসদের নাম বাদ দেওয়া হয়নি। বরং দীর্ঘ সময় যাবত বিধায়ক মিহির গোস্বামী এবং সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আর তাই আমন্ত্রণপত্রে তাঁদের নাম রাখা যায়নি। এর পেছনে অন্য কোনো বিতর্কসূচক কারণ নেই।

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল ও বিজেপির লড়াই মুখ্য হয়ে উঠেছে। সে ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কিছুটা নরমপন্থী মনোভাব নিলেও গেরুয়া শিবিরের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক রীতিমতো কাঠিন্যে মোড়া। খুব স্বাভাবিকভাবেই মিহির গোস্বামীর দলত্যাগের পেছনে বিজেপির হাত আছে বলেই মনে করে তৃণমূল। আর তাই মিহির গোস্বামী এবং নিশীথ প্রামাণিকের প্রতি তৃণমূলের ক্ষোভ প্রকাশ করে আমন্ত্রণ পত্রে নাম না রাখার ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!