এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দলবদলুদের দায়িত্ব দেওয়া উচিত নয়” তৃণমূলের অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত!

“দলবদলুদের দায়িত্ব দেওয়া উচিত নয়” তৃণমূলের অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বঙ্গ রাজনীতিতে দলবদল কার্যত নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যারা বিজেপিতে গিয়েছিলেন, নির্বাচনের পরে আবার তারা তৃণমূলে ফিরে আসতে শুরু করেছেন। সম্প্রতি অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেসের যুক্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে দলবদল কারীদের কোনোমতেই যে দায়িত্ব দেওয়া উচিত নয়, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক শিবির।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, “অর্জুন বলেছে, বিজেপির জন্য বাংলার উন্নয়ন আটকে আছে। একেবারে উল্টো কথা বলেছে। দুদিন আগে বলেছিল, তৃণমূল বাংলার উন্নয়ন আটকে রেখেছে। এই পরিবর্তনটা আমার কাছে হাস্যকর মনে হয়। যেভাবে দলবদল করে চলেছে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা, তা নিয়ন্ত্রণে আনার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্তত এক বছরের জন্য তাদেরকে বসিয়ে দেওয়া উচিত। তাদেরকে কোনোরকম পদের দায়িত্বে রাখা উচিত নয়।”

বিশেষজ্ঞদের মতে, চিরঞ্জিত চক্রবর্তী এই কথা বলে নিজের দলকে বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, দলবদল কারীদের গুরুত্ব দিলে আখেরে দল সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তাই যারা দল বদল করে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় রয়েছেন, তাদেরকে যে এখনই পদ দেওয়া উচিত নয়, সেই কথাই নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইলেন এই তৃণমূল বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!