দলবদল করেও ইন্দিরা গান্ধীকে সম্মান করতেন সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রীকে স্মরণ কংগ্রেস নেতার Uncategorized কংগ্রেস তৃণমূল রাজনীতি রাজ্য November 14, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দীপাবলীর রাতেই হঠাৎ ঘোর অন্ধকার নেমে আসে রাজ্যের শাসক শিবিরে, মৃত্যু ঘটে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। এরপর আজ তার পারলৌকিক ক্রিয়া কর্ম অনুষ্ঠিত হলো এভারগ্রীন ক্লাব প্রাঙ্গণে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি জানান, সুব্রত মুখোপাধ্যায় দলবদল করলেও সম্মান করতেন ইন্দিরা গান্ধীকে। কংগ্রেস নেতা আবদুল মান্নান জানালেন, সুব্রত মুখোপাধ্যায় যে সময় থেকে সহ-সভাপতি ছিলেন, তখন থেকেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ১৯৭০ সাল থেকে তাদের সম্পর্ক। সেই সময়ে গোষ্ঠী রাজনীতি ছিল। কিন্তু তাও তিনি সবসময় সুব্রত বাবুর সহযোগিতা পেয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকেই তাদের সম্পর্ক। তাকে তিনি তুমি করে বলতেন ও তাঁর সঙ্গে অনেক রসিকতা করতেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আব্দুল মান্নান জানালেন, সুব্রত মুখোপাধ্যায় মেয়র হওয়ার পরেই ইন্দিরা গান্ধীর একটি মূর্তি নির্মাণ করেছিলেন। সুব্রত মুখোপাধ্যায় যদি না থাকতেন, তবে সেটা কখনোই সম্ভব হতো না। অন্য দলে গিয়েও তিনি ইন্দিরা গান্ধীর সম্মান রেখেছিলেন। যখন তিনি মেয়র ছিলেন তখন প্রতিদিনই আড্ডা দিতেন। তাদের দল যে ভিন্ন ছিল, তা কোনদিন তাঁকে বুঝতে দেননি তিনি। তিনি দুঃখ করে জানান, এবার তিনি বিজয়া করতে যেতে পারেননি। কারণ তিনি অসুস্থ ছিলেন। সুব্রত মুখোপাধ্যায়ের অনেক স্মৃতির সঙ্গে তিনি জড়িত আছেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, সুব্রত মুখোপাধ্যায় এর সঙ্গে তাঁর ৫৪, ৫৫ বছরের যোগাযোগ রয়েছে। সব কিছুই স্মৃতির সঙ্গে জড়িত। এমন সাহসী লড়াকু রাজনৈতিক নেতা পাওয়া সহজ নয়। দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যেটা তাকে একটা আলাদা মর্যাদা দিয়েছিল। তাঁর মৃত্যুর পর সেটা যেন আরো বেশি করে বোঝা যাচ্ছে। বিভিন্ন দলের মানুষ যে তার অভাব অনুভব করছেন, এটাই তাঁর জীবনের সার্থকতা। আপনার মতামত জানান -