এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলবদল? না রাজনৈতিক সন্ন্যাস? কোন পথে যাবেন বাবুল সুপ্রিয়? জেনে নিন কি বললেন তিনি

দলবদল? না রাজনৈতিক সন্ন্যাস? কোন পথে যাবেন বাবুল সুপ্রিয়? জেনে নিন কি বললেন তিনি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হঠাৎ রাজনীতিক্ষেত্র থেকে বিদায় ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সময়ই ক্ষুব্ধ হয়েছিলেন তিনি দলের প্রতি। এরপর একের পর এক তাৎপর্যপূর্ণ পোস্ট। আর গতকাল রাজনীতি থেকে বিদায়বার্তা ঘোষণা করলেন তিনি ফেসবুক পোস্টে। কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই এই পোস্ট থেকে বেশ কিছু লাইন মুছে দিলেন তিনি। ফলে তাঁকে নিয়ে শুরু হলো দলবদলের তীব্র জল্পনা। এরপর রাতে আবার কিছু লাইন তিনি যোগ করলেন তাঁর এই ফেসবুক পোস্টে। সেখানে তিনি জানিয়ে দিলেন তাঁর আগাম পরিকল্পনা।

গতকাল বিকেলে হঠাৎ করেই রাজনীতির জগৎ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লিখেছেন যে, অন্য কোন দলে তিনি যোগদান করছেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস কোথাও না। এটা তিনি নিশ্চিত করছেন। তিনি আরও জানিয়েছেন যে, কেউ তাঁকে ডাকেননি, তিনিও কোথাও যাচ্ছেন না। তিনি সর্বদা একটি দলে বিশ্বাসী। সবসময় মোহনবাগানকে সমর্থন করে এসেছেন তিনি। একটাই দল তিনি করেছেন, যা হলো বিজেপি। তবে, অল্পসময়ের মধ্যে এই লাইনগুলো তিনি মুছে দেন। এরপর তাঁকে নিয়ে জল্পনা তীব্র হতে শুরু করে। অনেকেই মনে করেছিলেন যে, হয়তো তৃণমূলে যোগদান করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ যখন তিনি মন্ত্রিসভা থেকে অপসারিত হন, সেসময় তাঁকে সমবেদনা জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার, একটা সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল বাবুল সুপ্রিয়র। তাই অনেকে মনে করেছিলেন যে, তিনি তৃণমূলে যোগদান করতে পারেন। এরপর তিনি আবার ফেসবুক পোস্টটিতে কিছু লাইন যোগ করেন। তিনি জানান, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছেন তিনি। এই লাইন জুড়তে গিয়ে আসল লেখা থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু লাইন মুছে গিয়েছিল। যা থেকে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। তাই আলাদা করে এই লাইন আবার পোস্ট করলেন তিনি। তিনি জানালেন, সারাজীবন ধরে একটা দলকে সাপোর্ট করেছেন তিনি, তা হলো মোহনবাগান। একটাই দল করেছেন তিনি, তা হলো ভারতীয় জনতা পার্টি। এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অন্য কোন রাজনৈতিক দলে যোগদান করছেন না তিনি।

প্রশ্ন জাগে, কেন হঠাৎ এমন পদক্ষেপ নিয়েছেন বাবুল সুপ্রিয়? জানা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই দলের ওপর ক্ষোভ জমছিল তাঁর। কেন্দ্রীয় মন্ত্রীদের অনুরোধে তার তেমন প্রকাশ দেখা যায়নি। তবে বিধানসভা নির্বাচনে পরাজয় ও মন্ত্রীত্ব হারিয়ে যাবার পর, ক্ষোভ আরো বাড়তে থাকে। এরপরই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। তিনি হয়তো মনে করছেন, বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে সেখানে হেরে যাওয়ার খেসারত হিসেবে মন্ত্রিত্ব থেকে অপসারিত হতে হয়েছে তাঁকে। এই সব কিছু নিয়েই বেড়েছে ক্ষোভ, নিয়েছেন এই পদক্ষেপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!