এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে গ্রহণের ক্ষেত্রে কাদের প্রাধান্য দেবে তৃণমূল? খোলসা করলেন সৌগত!

দলে গ্রহণের ক্ষেত্রে কাদের প্রাধান্য দেবে তৃণমূল? খোলসা করলেন সৌগত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেস‌। তবে নির্বাচনের আগে অনেকেই টিকিট না পেয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তবে ভরাডুবি হওয়ার পর গেরুয়া শিবির ছেড়ে আবার তারা তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করতে শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত যারা দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন, তাদের কাউকে গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস।

সেদিক থেকে তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড তথা চার বছর আগে বিজেপিতে যাওয়া মুকুল রায়কে গত শনিবার দলে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর ভোটে ভরাডুবি হওয়ার পর থেকে যারা তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, তারা আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন জানাতে শুরু করেছেন।

তবে মুকুল রায়কে দলে অন্তর্ভুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, যারা নির্বাচনের আগে দলকে বিড়ম্বনার মুখে ফেলে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন, তাদের ব্যাপারে দল নমনীয় হবে না। সেদিক থেকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মুকুল রায়কে সেভাবে তৃণমূলের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে সোনালী গুহ থেকে শুরু করে অমল আচার্য, সরলা মুর্মু থেকে শুরু করে বাচ্চু হাঁসদাদের কি হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, মুকুল রায় তৃনমূল কংগ্রেস ত্যাগ করার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন। যার ফলে তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করছেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে কাদের কাদের দলে গ্রহণ করা হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “দলত্যাগীদের মধ্যে দুটি ভাগ রয়েছে। যারা নরমপন্থী, তাদের ফেরানোর ব্যাপারে ভাবনা চিন্তা করবে তৃণমূল। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তাদের ফেরানোর কোনো সম্ভাবনা নেই।” অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে যারা বিজেপিতে গিয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাদের ব্যাপারে যে দল কঠোর, তা বুঝিয়ে দিলেন বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মুকুল রায়ের মত বিধানসভা নির্বাচনের আগে যারা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য রেখেছেন, কিন্তু সেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেননি, তাদের ব্যাপারে দল যে ভাবনা চিন্তা করবে, সেটাও উল্লেখ করলেন সৌগতবাবু। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত নরমপন্থী নেতাদের গ্রহণ করতে যে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই, তা দমদমের তৃণমূল সাংসদের বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর সৌগত রায়ের এই মন্তব্যের পরই জল্পনা তৈরি করেছে, তাহলে তৃণমূলের চোখে কারা কারা নরমপন্থী! কাদের কাদের গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস? যারা ইতিমধ্যেই তৃণমূলে ফেরার জন্য আবেদন করেছেন, এখনও পর্যন্ত তাদের গ্রহণ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি শাসক দলকে। স্বাভাবিক ভাবেই যে সমস্ত নেতা নেত্রীরা তৃণমূলে ফিরে আসতে চাইছেন, তারা কি শাসকদলের চোখে চরমপন্থী? আর সেই কারণে তাদেরকে গ্রহণ করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না ঘাসফুল শিবির?

সৌগত রায়ের মন্তব্যের পর জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে বেশ কিছু নেতা-নেত্রীকে যে দল গ্রহণ করবে এবং তা যে ধীরে ধীরে প্রকাশ্যে আসবে, তা বলাই যায়। সব মিলিয়ে সৌগত রায়ের মত বর্ষীয়ান সংসদের কথা মত দলে ফিরতে চাওয়া নেতা-নেত্রীদের মধ্যে নরমপন্থী হিসেবে বেছে নিয়ে কাদের কাদের গ্রহণ করে শাসকদল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!