এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দল ক্ষমতায় আসার ৯ বছরেও হয় নি! ক্ষুব্ধ পার্থ দিলেন নির্দেশ! ২১ জুলাইয়ের মধ্যে হতেই হবে কাজ

দল ক্ষমতায় আসার ৯ বছরেও হয় নি! ক্ষুব্ধ পার্থ দিলেন নির্দেশ! ২১ জুলাইয়ের মধ্যে হতেই হবে কাজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে যতই জোরদার প্রচার হোক না কেন শাসকদলের পক্ষ থেকে, জনসমর্থনের নিরিখে কিন্তু দেখা গেছে সেই প্রচার ক্রমশই বিশ বাঁও জলে গেছে। জঙ্গলমহলে তৃণমূল গড়ে ভাঙ্গন ধরার আভাস মিলেছিল পঞ্চায়েত ভোটেই। লোকসভা ভোটে দেখা যায়, জঙ্গলমহল থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ঘাসফুল শিবির। সে জায়গায় এসেছে নতুন রং গেরুয়া। খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। আর সামনের নির্বাচনে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের শাসক দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর সেই উদ্দেশ্যেই এবার জঙ্গলমহলে তৃণমূলের পার্টি অফিস খোলার নির্দেশ এল উপরমহল থেকে। উল্লেখ্য, ঝাড়গ্রাম শহরে এখনও পর্যন্ত তৃণমূলের কোন স্থায়ী পার্টি অফিস নেই। আর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানা গেছে, গত বছরের লোকসভা নির্বাচনের আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলা সদরে দলের পার্টি অফিস না থাকার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেসময় তাঁর নির্দেশে ঝাড়গ্রাম এর রূপছায়া মোড়ে একটি জেলা অফিস চালু করে স্থানীয় তৃণমূল নেতারা।

কিন্তু সামান্য কিছু দিনের মধ্যেই সেই পার্টি অফিস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসেন এবং এলাকার জনপ্রতিনিধিদের কড়া নির্দেশ দিয়ে যান পার্টি অফিসে বসার জন্য। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, পার্টি অফিস উদ্বোধন হয়নি। আর সেই সূত্রে এবার তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় কড়া নির্দেশ দিলেন ঝাড়গ্রামের দলীয় মিটিংয়ে। তিনি জানিয়ে দিলেন, একুশে জুলাই এর মধ্যে অবশ্যই ঝাড়গ্রামে  স্থায়ী পার্টি অফিস তৈরি করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি তিনি এও জানিয়েছেন বলে জানা গেছে, যদি ভাড়া নিয়ে পার্টি অফিস খুলতে হয় তাই খুলতে হবে স্থানীয় তৃণমূল কর্মীদের। তবে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেলা তৃণমূল থেকে যদি পার্টি অফিসের ভাড়া মেটাতে না পারে, তাহলে রাজ্যের পক্ষ থেকে সেই ভাড়া মেটানো হবে। মঙ্গলবার হুল দিবসের অনুষ্ঠান উপলক্ষে ঝাড়গ্রামে দলীয় এক অনুষ্ঠানে যোগদান করেন দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানেই তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে ঝাড়গ্রামে একুশে জুলাই এর মধ্যে পার্টি অফিস খোলার নির্দেশ দেন বলে জানা গেছে।

অন্যদিকে তৃণমূল দলের একাংশের মতে, ঝাড়গ্রামে নিজেদের পার্টি অফিস না থাকার জন্য জনসংযোগের ঘাটতি হচ্ছে আর সেই কারণেই জঙ্গলমহলে ঘাসফুল শিবির নিত্যদিন পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, ঝাড়গ্রামে ঘুরে দাঁড়ানোর জন্য এবং জনসংযোগ তৈরি করার প্রয়োজনীয়তা বুঝেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে দেখার নির্দিষ্ট সময়ের মধ্যে ঝাড়গ্রামে শাসকদলের পার্টি অফিস কিভাবে তৈরি হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!