এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলত্যাগী মুকুল রায়ের উপর চাপ বাড়াতে আবার স্পিকারের দরবারে শুভেন্দু, বাড়ছে তীব্র অস্বস্তি

দলত্যাগী মুকুল রায়ের উপর চাপ বাড়াতে আবার স্পিকারের দরবারে শুভেন্দু, বাড়ছে তীব্র অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়। নির্বাচনের ফলাফলের পর তৃণমূলে যোগদান করেছেন তিনি। তবে, এখনো বিজেপির বিধায়ক পদ ছেড়ে দেননি তিনি। বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও তাঁকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে বিজেপির বিধায়ক বলে দাবি করা হয়েছে। আর এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি নিয়ে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাঁকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া নিয়েও ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে।

এর প্রতিবাদ জানিয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করে নেন বিজেপির বিধায়করা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিধি ভঙ্গ ভাবে মুকুল রায়ের নাম ঘোষণা করেছেন বিধানসভার স্পিকার। স্পিকারের ঘরে গত ১৬ ই জুলাই এর প্রথম শুনানি চলছে। চলতি মাসের শেষ দিকে রয়েছে দ্বিতীয় শুনানি। তার আগেই মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি ও ভিডিও স্পিকারের কাছে পাঠালেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গত ২১ সে জুলাই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল মুকুল রায়কে, যেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুকুল রায়ের নামও উল্লেখ করেছিলেন সেখানে। সেই ছবি ও ভিডিও এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারী পাঠালেন। শুনানির পূর্বেই ছবি পাঠিয়ে মুকুল রায়ের ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিপূর্বে সিপিএম বিধায়ক দিপালী বিশ্বাস যখন তৃণমূলে যোগদান করেছিলেন, তখন দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে ২৩ বার শুনানি হয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। এবার তাই কঠোর পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার একুশে জুলাই এর মঞ্চে এর ছবি ও ভিডিও ক্লিপ স্পিকারের কাছে পাঠিয়ে দিয়ে মুকুল রায়কে তৃণমূলের সদস্য বলেই প্রমানের চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের ছবি দেওয়া হয়েছে। যেখানে প্রশ্ন করা হয়েছে, পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানকে কোন দলের মঞ্চে দেখা যাচ্ছে? আর এই পদক্ষেপে মুকুল রায়ের অস্বস্তি বাড়তে চলেছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও বেশকিছু আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানা গেছে দিল্লির বেশকিছু আইনজীবীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। এরপর আদালতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্রুত তিনি আদালতে যেতে পারেন। শুধুমাত্র স্পিকারের কাছে দরবার করেই বসে থাকতে রাজি নন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!