এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দল থেকে বহিষ্কার হতেই অচলায়তন ভাঙলেন মোশারফ, যোগ দিতে চলেছেন কংগ্রেসে!

দল থেকে বহিষ্কার হতেই অচলায়তন ভাঙলেন মোশারফ, যোগ দিতে চলেছেন কংগ্রেসে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবী ঠাকুরের “অচলায়তন” নাটকটি অনেকেই পড়েছেন। যেখানে প্রথাগত সমাজ ব্যবস্থার বাইরে গিয়ে সংস্কারের মধ্য দিয়ে গঠন করা সমাজের কথা বলা হয়েছে। বর্তমানে রাজনীতিতে সেই অচলায়তনের মত একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, দলবদল। যেখানে তৃণমূল থেকে নেতারা বিদ্রোহ পোষন করেই যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে। স্বাভাবিক ভাবেই বিজেপি খাতায়-কলমে না হলেও, এখন বাংলার মানুষের কাছে বিরোধী দল হয়ে উঠেছে। আগামী দিনে বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রধান লড়াই হবে বলে মনে করছেন সকলে।

আর এই পরিস্থিতিতে কিছুটা সেই অচলায়তন’ ভাঙার মত দল থেকে বহিষ্কার হওয়ার পর বিজেপিতে যোগ না দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা জানিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন। যাকে কেন্দ্র করে তাঁর এই ধরনের পৃথক অবস্থান নিয়ে এখন ক্রমশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পক্ষ থেকে বহিষ্কার করা হয় মোশারফ হোসেনকে। যেখানে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়।

আর এর পরেই মোশারফবাবু জানিয়ে দেন যে, আগামীদিনে তিনি বাম, কংগ্রেসের জোট শামিল হতে চলেছেন। এক্ষেত্রে তিনি যে হাত শিবিরের পতাকা ধরতে চলেছেন, তা বুঝিয়ে দেন প্রাক্তন এই তৃণমূল নেতা। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে যখন তৃণমূলের বিদ্রোহী নেতারা সকলে বিজেপিতে যোগ দিচ্ছেন, সেখানে কেন বাম কংগ্রেস জোটকে বেছে নিলেন মোশারফবাবু, এখন তা নিয়ে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্য জুড়ে। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাম এবং কংগ্রেস?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মোশারফ হোসেনের মত হেভিওয়েট তৃণমূলের প্রাক্তন নেতার এভাবে কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে এখন সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। একাংশ বলছেন, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। বর্তমানে তৃণমূল সহ অন্যান্য দল থেকে সকলেই যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে। যার ফলে বিজেপির অন্দরে নতুন বনাম পুরোনো নেতাকর্মীদের নিয়ে তৈরি হয়েছে সমস্যা। আগামী দিনে যারা এখন দলবদল করছেন, তারা কতটা গুরুত্ব পাবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তাই এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সদ্য বহিষ্কৃত এই নেতা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে বাম-কংগ্রেস শিবিরে যোগদান করে নিজেকে কিছুটা ব্যতিক্রমী চরিত্র হিসেবে তুলে ধরতে চাইছেন। এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রধান লড়াই হবে বলে একাংশ ধরে নিলেও, মোশারফ হোসেন যদি বাম-কংগ্রেস জোটে সামিল হন, তাহলে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, আগামীদিনে গোটা রাজ্যে দলবদলের এই হিড়িকের মাঝেই বাম এবং কংগ্রেস অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রাক্তন তৃণমূল নেতার যোগদানের ফলে কতটা উপকৃত হয় বাম-কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!