এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলত্যাগী মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার অভিযোগে আজই বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

দলত্যাগী মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার অভিযোগে আজই বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্তে প্রবলভাবে ক্ষুব্ধ গেরুয়া শিবির। এর প্রতিবাদে আজই বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন বিজেপির বিধায়করা। বিজেপির যে সমস্ত বিধায়করা বিধানসভার নানা কমিটির চেয়ারম্যান হয়েছেন, আজ তাঁরা একসঙ্গে গণ ইস্তফা দেবেন। ইস্তফা দেওয়ার পর সাক্ষাৎ করবেন তাঁরা রাজ্যপালের সঙ্গে। আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানিয়েছেন যে, আজ বিকেল চারটের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পূর্বেই চলবে গণ ইস্তফা। একসঙ্গে বিজেপির ৮ জন বিধায়ক বিভিন্ন পদ থেকে ইস্তফা দেবেন। যাদের মধ্যে রয়েছেন বিধায়ক মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, দীপক বর্মা, বিষ্ণুপ্রসাদ শর্মা, অশোক কীর্তনীয়া ও কৃষ্ণ কল্যাণী। তাঁরা আজ বিধানসভায় উপস্থিত থাকবেন। সেখানে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভার বিভিন্ন কমিটি বন্টন নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের প্রথম থেকেই বিরোধ ছিল। বিজেপির পক্ষ থেকে ১৫ টি কমিটির দাবি করা হলেও, বিজেপিকে ৯ টি কমিটি দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল পাবলিক একাউন্টস কমিটি। যে কমিটির চেয়ারম্যান করা হয়েছে মুকুল রায়কে। যিনি এখনো বিজেপির বিধায়ক পদ ছেড়ে দেননি। কিন্তু তৃণমূল ভবনে গিয়ে সরাসরি তিনি যোগদান করেছেন শাসকদল তৃণমূলে।

বিজেপির অভিযোগ, বিধানসভার রীতি ভেঙে দিয়ে গুরুত্বপূর্ণ পিএসি চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে। এই অভিযোগ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। এদিকে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আগামী ১৬ ই জুলাই এর শুনানি রয়েছে। তার পূর্বে আজ গণ ইস্তফা দিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!