এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দলত্যাগী মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা কতটা যুক্তিযুক্ত ও ন্যায় সঙ্গত? প্রশ্ন একাধিক বিরোধী শিবিরের

দলত্যাগী মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা কতটা যুক্তিযুক্ত ও ন্যায় সঙ্গত? প্রশ্ন একাধিক বিরোধী শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার বিধানসভায় পিএসি, পাবলিক আন্ডারটেকিংস, এস্টিমেট, লোকাল ফান্ড একাউন্টস কমিটির সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপর এই চারটি কমিটিতে ২০ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়েছে। এদিকে পিএসির শীর্ষপদে মুকুল রায়ের মনোনয়নের পরেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। যদিও, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, খাতা-কলমে মুকুল রায় এখনো বিজেপির বিধায়ক, তাই পিএসির শীর্ষপদে যেতে তাঁর কোনো বাঁধা নেই। কিন্তু একাধিক বিরোধী শিবির দলত্যাগী মুকুল রায়কে পিএসির শীর্ষপদে আনাকে নিয়ে নৈতিকতার প্রশ্ন তুলেছে।

প্রসঙ্গত, মুকুল রায়কে পিএসির শীর্ষপদে আনা প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, কেউ মনোনয়ন জমা দিতেই পারেন। মুকুল রায় এই পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তিনি তো বিজেপি নেতা, তাহলে অসুবিধে কোথায়। কালিম্পং থেকে বিনয় তামাং এর দল তাঁকে সমর্থন জানিয়েছেন, তিনিও তাঁকে সমর্থন করবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। তবে ভোটাভুটি হলে তাঁরাই জিতবেন।

তবে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে আবেদন জানানো হলে, তার শুনানির দিন ধার্য করা হয়েছে। এই অবস্থায় তাঁকে পিএসির মতো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করা হলে, তা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক হবে। এবার সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হলো, মুকুল রায়কে মুখ্যমন্ত্রী নিজেই তৃণমূলে ফিরিয়ে এনেছেন, এখন তাঁকে আবার বিজেপির বিধায়ক দেখিয়ে পিএসির শীর্ষ পদে আনা নীতিসংগত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিপূর্বে কংগ্রেসের আপত্তি থাকলেও মানস ভুঁইয়াকে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে বিধানসভার অধিকাংশ কমিটি তৃণমূলের হাতে থাকবে। বিরোধী দলকে পিএসি না দিয়ে প্রথা ভেঙে সেই কমিটি নিজের হাতে রাখতে পারে তৃণমূল। কিন্তু তার জন্য দলত্যাগী বিধায়ককে শীর্ষ পদে বসিয়ে অনৈতিক দৃষ্টান্ত কেন তৈরি করা হচ্ছে? এমনই প্রশ্ন তুলেছে সিপিএম, কংগ্রেস শিবির। তবে, তৃণমূলের বক্তব্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার।

আবার, মুকুল রায়কে বিজেপি নেতা বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার পর বিজেপি নেতা তথাগত রায় টুইট করে জানিয়েছেন যে, মুকুল রায়কে বিজেপি সাব্যস্ত করে তাকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করার চেষ্টা এক অসাধারণ রাজনৈতিক ন্যাকামির পরিচয় দিচ্ছে। তিনি প্রশ্ন করেছেন, এটা কি বিধানসভা চালানো হচ্ছে? নাকি শ্বশুরবাড়িতে জামাই ঠকানো হচ্ছে?

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে, তাঁরা কাকে সমর্থন করবেন সেটা তাঁদের ব্যাপার। এতে বিজেপির কোন মাথা ব্যাথা নেই। মুখ্য মন্ত্রীর সামনেই মুকুল রায় তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু এরপরও এরকম বিভ্রান্তিকর কথা বলার অর্থ, মুখ্যমন্ত্রীর মনের মধ্যে একটা চোর আছে। ইচ্ছাকৃতভাবেই মিথ্যা বলছেন তিনি। শুভেন্দু অধিকারী মুকুল রায় প্রসঙ্গে জানিয়েছেন, তিনি আগে বিধায়ক থাকুন তারপর তিনি পিএসির চেয়ারম্যান হবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!