এখন পড়ছেন
হোম > রাজ্য > দোলা-মানসকে ঘিরে চরম বিক্ষোভ, এগড়ায় পৌছতেই মুখ পুড়লো তৃণমূলের!

দোলা-মানসকে ঘিরে চরম বিক্ষোভ, এগড়ায় পৌছতেই মুখ পুড়লো তৃণমূলের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরার বিস্ফোরণ নিয়ে রীতিমতো ব্যাকফুটে রাজ্য। সাত সকালে এলাকায় পৌঁছে সাধারণ মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকাবাসীও রীতিমত ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই ঘটনাস্থলে পৌঁছতেই তৃণমূলের প্রতিনিধি দলকে শুনতে হলো গো ব্যাক এবং চোর চোর স্লোগান। যার ফলে রীতিমতো চলে যেতে বাধ্য হলেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুঁইয়া, সাংসদ দোলা সেন এবং সৌমেন মহাপাত্রের মতো নেতা নেত্রীরা।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই এগড়ায় পৌঁছে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। যেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, বিপ্লব রায় চৌধুরী, সাংসদ দোলা সেন, বিধায়ক সৌমেন মহাপাত্র। তবে আশ্চর্য জনকভাবে তারা গ্রামে প্রবেশ করতেই তাদের উদ্দেশ্য করে দেওয়া হয় চোর, চোর স্লোগান। এমনকি কেন এত দেরি করে আসলেন, সেই প্রশ্নও ছুড়ে দেন একাংশ। যার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের এই প্রতিনিধি দল। পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে দেখে কিছুক্ষণের মধ্যেই এলাকা ছাড়েন শাসক দলের নেতা-মন্ত্রীরা।

বিশেষজ্ঞদের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি বাজি কারখানার রমরমা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। শুধু তাই নয়, মূল অভিযুক্তের সঙ্গে যেহেতু তৃণমূলের একটা যোগ ছিল, তাই তা নিয়েও গ্রামবাসীর মধ্যে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। ফলে এই পরিস্থিতিতে তৃণমূলের প্রতিনিধিদল এলাকায় পৌঁছতেই তাদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ শাসক শিবিরকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!