এবার তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ তৃণমূলেরই সাংসদের বিরুদ্ধে বিশেষ খবর রাজ্য November 26, 2017 এবার আবার খবরের শিরোনামে দোলা সেন। আজ সন্ধ্যায় বাগুইহাটির জ্যাংড়ায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের তীর অবশ্য এবার বিরোধীদের দিকের নয়। অভিযোগের তীর সাংসদ দোলা সেন অনুগামীদের বিরুদ্ধে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় একটি সভা করবেন আজ সেই সভার সমর্থনে দেবরাজবাবু একটি সভার আয়োজন করেছিলেন আর সেখানেই দোলা সেনের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে দেবরাজ চক্রবর্তীর তরফ থেকে। এই নিয়ে অবশ্য দোলা সেন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -