এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবিরোধী কাজের অভিযোগে এবার দল থেকে বহিষ্কৃত শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা

দলবিরোধী কাজের অভিযোগে এবার দল থেকে বহিষ্কৃত শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পান্ডাকে। সূত্রের খবর, রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এখন নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, তৃনমূলে সাংগঠনিক গুরুত্ব না পাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারীর অনুগামীরা বিভিন্ন জায়গায় তার ফ্লেক্স লাগিয়ে প্রচার করতে শুরু করেন।

কিছুদিন আগেই কনিষ্কবাবু প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপর তিনি শুভেন্দু অধিকারী অনুগামী হওয়ার কারণে তার বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে সেই কনিষ্ক পান্ডাকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এদিন তিনি বলেন, দল বিরোধী কাজে যুক্ত থাকার কারণেই এই বহিষ্কার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তৃণমূলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তখন এই কনিষ্কবাবুর মত শুভেন্দু অধিকারীর অনুগামীরা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে সরব হতে শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে যেখানে তৃণমূল গঠনতন্ত্রকে রক্ষা করে পথ চলতে চাইছে, সেখান থেকে এই ধরনের দল বিরোধী মন্তব্য করেন, তাহলে তৃণমূল নেতৃত্বের অস্বস্তি যে ক্রমশ বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

স্বাভাবিকভাবেই কনিষ্কবাবু এই ধরনের মন্তব্য করলেও কেন তার বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব পদক্ষেপ গ্রহণ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে অবশেষে এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিয়ে তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিল, দলের গঠনতন্ত্র রক্ষার জন্য তারা বদ্ধপরিকর‌। কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ কনিষ্কবাবুকে দল থেকে বহিষ্কার করার পর পরোক্ষে শুভেন্দু অধিকারীর অন্যান্য অনুগামীদের বার্তা দেওয়ার চেষ্টা করল ঘাসফুল শিবির! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় রয়েছে বলে মন্তব্য করেছিলেন এই কনিষ্ক পান্ডা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঢপ বলে জানিয়ে দিতে দেখা গিয়েছিল তাকে। আর তারপরই বিতর্ক ক্রমশ দানা বাঁধতে শুরু করে। এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী দলত্যাগ করেননি। তিনি এখনও নন্দীগ্রামের বিধায়ক। তবে খুব তাড়াতাড়ি তিনি দলত্যাগ করতে পারেন। তার আগে তার অনুগামী তথা অত্যন্ত ঘনিষ্ঠ কনিষ্কবাবুর মন্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে যেতে শুরু করেছিল।

আর এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব যে কোনোভাবেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের প্রতি নরম মনোভাব পোষণ করবে না, তা কার্যত কষ্ট হয়ে গেল। কনিষ্কবাবুকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে তৃণমূল নেতৃত্ব কড়া বার্তা দেওয়ার চেষ্টা করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!