এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবিরোধী মন্তব্য, হেভিওয়েট নেতাকে পাগল বললেন আর এক নেতা!

দলবিরোধী মন্তব্য, হেভিওয়েট নেতাকে পাগল বললেন আর এক নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি একটি সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। যেখানে তিনি বলেন যে, 2015 সালের নির্বাচনের সময় তিনি তার রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল করেছিলেন। এক্ষেত্রে জোর করে ভোট করানো হয়েছিল বলে প্রকাশ্যে ক্ষমা চাইতেও দেখা যায় এই তৃণমূল নেতাকে। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার মুখ থেকে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে আসার পরই রীতিমতো হাতিয়ার পেয়ে যায় বিরোধীরা। তবে এবার এই ধরনের বিস্ফোরক মন্তব্য করার পরেই তাকে পাল্টা কটাক্ষ করলেন বনগাঁ যুব তৃনমূলের সভাপতি সন্দীপ দেবনাথ। যেখানে গোটা ঘটনাকে পাগলের প্রলাপ বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বনগাঁ যুব তৃনমূলের সভাপতি সৌমিত্র দেবনাথ বলেন, “উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাগলের প্রলাপ বকছেন। আমরা তৃণমূলের প্রতীকে নির্বাচনে জিতি‌। অবশ্যই জানা দরকার, আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের প্রতীক ছাড়া আর কিছুই থাকে না। 2015 সালে এভাবেই মানুষের কাছে ভোট চেয়েছিলাম। মানুষের আশীর্বাদে জয় এসেছিল। বনগাঁর প্রাক্তন পৌরপিতা এবং তার স্ত্রী কিভাবে জিতেছিলেন, ওনারা বুকে হাত রেখে বলুন। সাধারন মানুষ ওনার দ্বারা পদে পদে অত্যাচারিত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই শংকর আঢ্যের এই বক্তব্যে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে দল, তা যুব তৃনমূলের সভাপতির এই বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার। পাশাপাশি এই গোটা ঘটনায় দুই তৃণমূল নেতার বক্তব্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল যে প্রকাশ্যে চলে এলো, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!