এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলবদলুদের “মীরজাফর” বলে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা! শোরগোল উত্তরবঙ্গে!

দলবদলুদের “মীরজাফর” বলে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা! শোরগোল উত্তরবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি অভূতপূর্ব ফলাফল করার পরেই তৃণমূলের অনেক নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে শুরু করেছেন। দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, তৃণমূলের প্রথম দিনকার সৈনিকরা আজ ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা নেত্রী। তবে লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের এই ধ্বস নামতে থাকলেও বিধানসভা নির্বাচনের আগে তা আরও বাড়তে শুরু করেছে।

যেখানে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত গ্রহণযোগ্য মুখ এখন ভারতীয় জনতা পার্টিতে। ইতিমধ্যেই প্রতিটি সভা-সমিতি থেকে দলবদল কারি সেই সমস্ত নেতা-নেত্রীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তরবঙ্গের মাটি থেকেও দলবদল করা নেতা-নেত্রীদের “মীরজাফর” বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী।

বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সত্যেন রায়ের মতো নেতারা বিজেপিতে যোগদান করার পর তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। যাতে তাদের ওপর কোনভাবেই হামলা না হয়, সেই ব্যাপারটি নিশ্চিত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর উত্তরবঙ্গের মাটি থেকে নির্বাচনী সভা করার সময় সেই বিষয়টি তুলে ধরে দলবদলকারীদের একহাত নিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ দিনহাটায় দলীয় প্রার্থী উদয়ন গুহর সমর্থনে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই দলবদল কারীদের আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “তৃণমূলের থেকে করে খেয়েছে। এখন বিজেপিতে টাকা বাঁচাতে গিয়েছে। বড় বড় মীরজাফর আর গদ্দার। সিআরপিএফ নিয়ে এলাকায় এলাকায় ঘুরছে। মানুষের নিরাপত্তা নেই। এখন নাকি ইলেকশন কমিশনের অধীনে নিরাপত্তা। তাই আমাদের করতে দিচ্ছে না।”

অর্থাৎ এতদিন দক্ষিণবঙ্গের মাটি থেকে দলবদলকারীদের যেমন এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গের মাটি থেকেও সেই অভিযোগ করতে দেখা গেল তাকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, উত্তরবঙ্গে তৃণমূলের বহু নেতা বিজেপির বাড়বাড়ন্তের কারণে গেরুয়া শিবিরে যোগ দিতে শুরু করেছে। মিহির গোস্বামী হোক বা অশোক বর্ধন, অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন।

আর এই পরিস্থিতিতে তৃনমূল নেত্রী উত্তরবঙ্গে প্রথম নির্বাচনী সভা করে সেই দলবদলুদের কড়া ভাষায় আক্রমণ করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!