এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলু হেভিওয়েট নেতা নন, প্রার্থী তিনিই, স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী!

দলবদলু হেভিওয়েট নেতা নন, প্রার্থী তিনিই, স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে, কারা থাকবেন সেখানে, তা এখনও প্রকাশিত হয়নি। অনেকে বলছেন, প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে যে রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছাবে, সেই মোতাবেক এই প্রার্থী তালিকা তৈরি হবে। ইতিমধ্যেই প্রার্থী তালিকায় জায়গা পেতে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি পুরোদমে ময়দানে নেমে “মানুষের পাশে তারা আছেন”, এমন বার্তা দিতে শুরু করেছেন রাজ্য নেতৃত্বকে।

তবে দীর্ঘদিন ধরেই ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এক্ষেত্রে আব্দুল করিম চৌধুরী এবং কানাইয়ালাল আগরওয়ালের নাম নিয়ে শুরু হয়েছিল আলোচনা। কিন্তু এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেরকম কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আর এই পরিস্থিতিতে বিড়ম্বনা বাড়িয়ে ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন বলে জানিয়ে দিলেন আব্দুল করিম চৌধুরী।

স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস যখন গঠনতন্ত্র এবং শৃংখলার ওপর জোর দিতে শুরু করেছে, তখন এভাবে গোষ্ঠীদ্বন্দ্বে প্রভাবিত ইসলামপুরে তিনিই প্রার্থী হবেন বলে আব্দুল করিম সাহেব জানিয়ে দেওয়ায় তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী নিজের বাড়ির গোলঘরে একটি কর্মী বৈঠক করেন। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় তাকে।

যেখানে তিনি বলেন, “আমি যখন তৃণমূল ছেড়ে দিয়েছিলাম, তখন তৃণমূল নেতৃত্বের টিকিট দেওয়ার আশ্বাসে আমি আবার দলে ফিরে এসেছিলাম। এখন তো আমি তৃণমূল বিধায়ক আছি। আমার বিশ্বাস, এবারও দল আমাকে প্রার্থী করবে। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমি প্রার্থী হলে অবশ্য কানাইয়া গোষ্ঠীর একাংশ আমাকে সমর্থন করবে না। তারা বসে যাবে। এদিন আমি কর্মীসভা করেছি। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস আছে। তার অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক আলোচনা হয়েছে।”

স্বাভাবিক ভাবেই বর্তমান বিধায়কের এই ধরনের মন্তব্য এখন নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে ইসলামপুর জুড়ে। অনেকে বলছেন, কে প্রার্থী হবেন, তা এখনও পর্যন্ত কেউ জানেন না। কিন্তু যেভাবে করিম চৌধুরী তিনিই প্রার্থী হবেন বলে দাবী করলেন এবং বিরোধী গোষ্ঠীর নেতা কানাইলাল আগরওয়ালকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন, তাতে তৃণমূলের সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন একাংশ।

তবে কাউকে একজনকে তো প্রার্থী করতে হবে। সেক্ষেত্রে কানাইলাল আগরওয়াল বা করিম চৌধুরীর মধ্যে যদি কেউ একজন প্রার্থী হন, তাহলে অপর গোষ্ঠীর নেতা এর বিরোধিতা করবেন, এটা অত্যন্ত পরিষ্কার সকলের কাছে। আর সেই বিরোধিতা যদি তৈরি হয়, তাহলে অন্তর্ঘাতের কারণেই হয়ত বা এই আসনে জয়লাভ করতে সমস্যায় পড়তে হতে পারে শাসক দলকে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করিম চৌধুরীকে হারিয়ে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন এই কানাইলাল আগরওয়াল। পরবর্তীতে দলবদল করে তৃণমূলে যোগ দিতে দেখা যায় তাকে। কিন্তু তাকে দলে নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন আব্দুল করিম চৌধুরী। পরবর্তীতে কানাইলাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আব্দুল করিম চৌধুরী দলত্যাগ করে নতুন দল গঠন করেন।

এদিকে লোকসভা নির্বাচনের দামামা বাজতেই কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক পদে ইস্তফা দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হন। আর সেই সময় আব্দুল করিম চৌধুরী আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসে তৃণমূলের প্রার্থী হয়ে এই কেন্দ্রে জয়লাভ করেন। স্বাভাবিকভাবেই বর্তমানে সেই কানাইলাল আগরওয়াল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি এবং ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে করিম সাহেব দাবি করায় রিতীমত শোরগোল পড়ে গেল।

যদিও বা এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন সেই কানাইয়ালাল আগরওয়াল। তবে যদি দলের পক্ষ থেকে আব্দুল করিম চৌধুরীকে প্রার্থী করা না হয়, তাহলে কি তিনি আবার বড় কোনো সিদ্ধান্ত নেবেন, এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে দলের পক্ষ থেকে ঘোষণা না হলেও, নিজেকে আগামী বিধানসভায় ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন আব্দুল করিম চৌধুরী। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!