এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলবদলুদের নিয়ে দিলীপ- তথাগতের সাথে একমত নন স্বপন, মতান্তরে জেরবার গেরুয়া শিবির!

দলবদলুদের নিয়ে দিলীপ- তথাগতের সাথে একমত নন স্বপন, মতান্তরে জেরবার গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিষয়, দলবদল। এবার তা নিয়েও বিজেপির মতানৈক্য স্পষ্ট হয়ে ফুটে উঠল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় নিজেদের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যারা দলবদল করছেন, তারা স্বার্থ এবং সুযোগ সন্ধানী। পাশাপাশি কেউ বা দলবদলকারীদের অপ্রয়োজনীয় চর্বি এবং কেউ বা ট্রয়ের ঘোড়া বলে দাবি করেছেন। অর্থাৎ মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকেই বিজেপির আরও অনেকে দল বদল করতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল।

আর সেই বিষয়টিকে মাথায় রেখেই বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি যৌথভাবে নিজেদের মন্তব্য এবং ট্যুইটের মধ্যে দিয়ে সেই সমস্ত দলবদলকারীদের আক্রমণ করছেন। তবে এক্ষেত্রে তথাগত রায় বা দিলীপ ঘোষের সঙ্গে সহমত পোষণ করতে দেখা গেল না বিজেপির বর্ষিয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে। যেখানে নিজের টুইটের মধ্যে দিয়ে দলবদলকারীদের কোনোমতেই ট্রয় ঘোড়ার সঙ্গে তুলনা করা উচিত নয় বলে দাবি করতে দেখা গেল তাকে।

অর্থাৎ তথাগত রায়ের মন্তব্যের সঙ্গে তিনি যে সহমত নন, তা স্বপন দাশগুপ্তের মত অভিজ্ঞ নেতার টুইটের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এবং মতান্তর প্রকাশ্যে চলে এল। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্য বিজেপি।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। যেখানে তিনি লেখেন, “অনেক নতুন নেতারা আন্তরিকতার সঙ্গে দলে যোগদান করেছেন, নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করা উচিত নয়। এগুলো অপ্রয়োজনীয়। রাজনীতি বাদ দেওয়ার খেলা নয়। বরং সমর্থন বাড়িয়ে নতুন নতুন নেতা তৈরির সময়।” অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আক্রমণ করতে শুরু করেছিলেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়ের পথে হেটে যারা যারা দলবদল করতে পারেন, তাদেরকেও বার্তা দিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছিল এই দুই নেতাকে। কিন্তু বর্তমানে যারা বিজেপিতে আছে, তারা দলবদল না করলেও তথাগত বাবু এবং দিলীপ ঘোষের মন্তব্যের মধ্যে দিয়ে তারা আঘাত পেতে শুরু করেছেন। যার ফলে ভবিষ্যতে সেই সমস্ত নেতারাও দলবদল করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আর এই সহজ সত্যটা বুঝে তথাগত রায় এবং দিলীপ ঘোষের বিপক্ষে মত পোষণ করে সবাই এক নয় বলে বুঝিয়ে দিতে দেখা গেল বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই বিজেপিতে ভাঙ্গনের আবহ তৈরি হচ্ছে। মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর তা আরও তীব্র হয়ে ফুটে উঠেছে। সেদিক থেকে কিছুদিন আগেই টুইট করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দলবদলকারীদের ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা করেছিলেন।

তবে এই বক্তব্য যে তিনি মানেন না, তা পাল্টা টুইট করে বুঝিয়ে দিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। যার ফলে বিজেপির দুই হেভিওয়েট নেতার মতান্তর সামনে চলে এল। পাশাপাশি এই গোটা ঘটনায় বিজেপির শৃঙ্খলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবেই দুই নেতার দলবদলকারীদের নিয়ে দুই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!