এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > “দলবদলুকে মানব না” প্রার্থী নিয়ে ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব! অস্বস্তি ক্রমশ বাড়ছে!

“দলবদলুকে মানব না” প্রার্থী নিয়ে ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব! অস্বস্তি ক্রমশ বাড়ছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবে পরিচিত বিজেপি। এমনকি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যখন একের পর এক নেতারা বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন, তখন গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের দলে এই রকম কোনো ঘটনা ঘটে না বলেও বড় করে ফলাও করে ছিল গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই যেভাবে বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীকে না মেনে বিদ্রোহ শুরু হল, তাতে রীতিমত স্বস্তিতে ভারতীয় জনতা পার্টি।

এবার কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী করার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করল গেরুয়া শিবিরের একাংশ। বস্তুত, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল অর্ণব রায়ের নাম। আর তারপরই সোমবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের একাংশ। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি।

বলা বাহুল্য, প্রায় তিন দশক ধরে কংগ্রেসে থাকলেও, কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই অর্ণব রায়। কিন্তু সম্প্রতি তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। আর তারপরই তাকে বিজেপির পক্ষ থেকে ক্যানিং পশ্চিমের প্রার্থী করা হয়েছে। স্বাভাবিক ভাবেই বারবার দলবদল করা অর্ণববাবুকে কেন প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা। ইতিমধ্যেই এই ব্যাপারে সোমবার ক্যানিং বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির একাংশ। এমনকি তারা এই প্রার্থীকে কোনোভাবেই মেনে নেবেন না বলে দাবি করতে দেখা যায় কর্মী-সমর্থকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রার্থী নিয়ে তাদের ঠিক কি আপত্তি রয়েছে? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী মায়া নাগ বলেন, “অর্ণব রায়, গিরগিটির মত রং বদলাব। তৃণমূল প্রার্থীদের মানব না। দলের কাউকে প্রার্থী করতে হবে।” স্বাভাবিক ভাবেই এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। দলের অন্দরে প্রার্থী নিয়ে যদি এইভাবে বিদ্রোহ প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে কিভাবে দল তৃনমূলের বিরুদ্ধে লড়বে?

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপির সভাপতি সুনীপ দাস বলেন, “প্রার্থী নিয়ে কোথাও কোনো ক্ষোভ নেই। দু চারজন ব্যক্তিগত স্বার্থে এসব করছে। এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তবে বিজেপির প্রার্থী নিয়ে যেভাবে বিক্ষোভ প্রকাশ্যে এসেছে, তাতে বাড়তি হাতিয়ার পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ দাস বলেন, “তৃণমূলের পচা মালরা বিজেপিতে, দুর্দিনে যারা ছিল, তাদেরকে প্রার্থী করা হচ্ছে না।” তাই এই পরিস্থিতিতে প্রার্থী নিয়ে সমস্যার জেরে ভারতীয় জনতা পার্টি যে এখন অনেকটাই কোণঠাসা, তা বলাও যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতির সমাধান করতে বিজেপির পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!