এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলবদল নিয়েও কড়া টক্কর তৃণমূল-বিজেপির, ভাঙনের রাজনীতিতে কে এগিয়ে যাবে একুশে?

দলবদল নিয়েও কড়া টক্কর তৃণমূল-বিজেপির, ভাঙনের রাজনীতিতে কে এগিয়ে যাবে একুশে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজ্য জুড়ে প্রবল জল্পনা বাড়ছে দলবদল নিয়ে। একদিকে যেমন তৃণমূল দাবি করছে, গেরুয়া শিবির থেকে দলবদল করে তৃণমূলে আসতে চলেছে সাত সাংসদ, পাল্টা আবার গেরুয়া শিবির থেকে দাবি করা হচ্ছে 41 জন তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে যেকোনো দিন যোগ দিতে পারেন। সব মিলিয়ে দলবদল এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত, এদিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাঁর কাছে অন্তত 41 জন তৃণমূল বিধায়কের তালিকা রয়েছে, যারা গেরুয়া শিবিরে যোগদান করতে চান।

আর সেক্ষেত্রে রাজ্যের তৃণমূল সরকার পড়ে যাবে বলে দাবি কৈলাস বিজয়বর্গীয়র। প্রসঙ্গত, তৃণমূল এবং বিজেপি উভয় শিবিরেই ভাঙ্গন অব্যাহত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কোথাও কম, কোথাও বেশি। প্রসঙ্গত, বর্তমানে তৃণমূল থেকে কিন্তু ব্যাপক হারে দলবদল করে লোক ঝুঁকছে গেরুয়া শিবিরে। বিভিন্ন জায়গায় তাই নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বও চলছে রীতিমত। ইতিমধ্যেই আদি এবং নব্য বিজেপি নেতাদের মধ্যে লাগছে কথায় কথায় গন্ডগোল। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা লোকজন অভিযোগ করছেন, এতদিন যারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, তারাই বর্তমানে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ পর্যন্ত দেখা গিয়েছে।

পণ্ড হয়েছে বিজেপির বহু সভা এই বিক্ষোভের কারণে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ওঠা এই বিক্ষোভ সামলাতে এবার অনেকটাই সতর্ক বিজেপি নেতৃত্ব। দলে কারা থাকবেন, তা নিয়ে রীতিমতো পর্যালোচনা চালাচ্ছে গেরুয়া নেতৃত্ব। সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও গেরুয়া শিবিরে এসে প্রবেশ করেছেন। আর এবার রাজ্য জুড়ে তীব্র জল্পনা, অধিকারী পরিবারের কর্তা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন বলে। অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন, সবার জন্যই বিজেপির দরজা খোলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মামলার ভয়ে অনেকেই বিজেপিতে যোগদান করতে পারছেন না বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। অন্যদিকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই দাবি জানিয়েছেন, বিজেপির অন্তত 7 জন সাংসদ তৃণমূল শিবিরে আসার জন্য তৈরি হচ্ছেন। মে মাসের মধ্যেই তাঁরা তৃণমূলে যোগ দেবেন। পাশাপাশি যারা ইতিমধ্যেই বিজেপিতে গেছেন, তাঁরাও ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে সবাইকে স্বাগত বলে জানিয়েছেন তিনি।

তবে জ্যোতিপ্রিয় মল্লিক চাঞ্চল্যকরভাবে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীও ফিরে আসতে পারেন তৃণমূলে। এই নিয়ে অবশ্য গেরুয়া শিবির থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও একই দাবি জানিয়েছেন। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পটভূমিকায় দলবদল নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা বাংলার রাজনীতিতে। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সবার লক্ষ্য বাংলার মসনদ দখল। আর সেক্ষেত্রে দলবদল এবারের নির্বাচনে বিশেষ ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!