এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলের একমুখী প্রবাহে এবার বাধা পড়ল, তৃণমূলে যোগদান গেরুয়া ও সিপিএম থেকে

দলবদলের একমুখী প্রবাহে এবার বাধা পড়ল, তৃণমূলে যোগদান গেরুয়া ও সিপিএম থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে, একের পর এক তৃণমূল নেতা-নেত্রী গিয়ে যোগদান করছেন গেরুয়া শিবিরে। খুব স্বাভাবিকভাবেই একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে ধ্বস নেমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই দুর্দিনে তৃণমূলের জন্য কিছুটা হলেও ভালো খবর এলো বর্ধমান থেকে। যেখানে শাসক দলের নেতারা প্রার্থী টিকিট না পেয়ে বিজেপিতে যাচ্ছেন, আবার কেউ প্রার্থী হয়েও বিজেপিতে চলে যাচ্ছেন, সেখানে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি এবং সিপিএম থেকে। সূত্রের খবর, রাজ্যজুড়ে যখন দলবদল একমুখী হয়ে চলেছে তখন বর্ধমানের গলসিতে বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান পর্ব চলল।

জানা গিয়েছে, বর্ধমানের গলসিতে বিজেপি এবং সিপিএমের বেশ কয়েকজন নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেছেন সোমবার সন্ধ্যায়। বর্ধমানের গলসির এক নম্বর ব্লকের চাঁকতেঁতুল অঞ্চলে সাকুড়ি গ্রামে তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে একটি মিছিল হয়। পাশাপাশি গলসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নেপাল ঘড়ুইয়ের এর সমর্থনেও মিছিল হয়। মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন হয় সাকুড়ি গ্রামে। আর জানা গিয়েছে, সেখানেই এলাকার সিপিআইএম নেতা বিপ্লব ব্যানার্জি এবং বিজেপি নেতা গৌতম বিশ্বাসের নেতৃত্বে প্রায় চল্লিশটি পরিবার তৃণমূলে যোগদান করে।

একইসাথে জানা গিয়েছে, জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি জাকির হোসেন এবং গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি অনুপ চ্যাটার্জী দলবদলকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। দলবদলকারীরা তৃণমূল শিবিরে যোগদান করে জানিয়েছেন, রাজ্যজুড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তাঁরা বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছেন। অন্যদিকে তৃণমূলে এসে সিপিআইএম নেতা বিপ্লব ব্যানার্জী জানিয়েছেন, রাজ্যে আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তার একমাত্র ও অন্যতম কারণ হচ্ছে, রাজ্যজুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে মানুষ তৃণমূল সরকারকেই বেছে নেবে আবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গেরুয়া শিবির থেকে অন্যতম নেতা গৌতম ঘোষ তৃণমূল শিবিরে পা দিয়ে জানিয়েছেন, বিজেপি এখন শুধু মাত্র কয়েকজনের দলে পরিণত হয়েছে। টাকা থাকলেই নেতা হওয়া যাচ্ছে বিজেপিতে। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের নেতার এই অভিযোগ রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে আরও অনেকেই আসবেন। পাশাপাশি যারা চলে গেছেন, তাঁরাও ভুল বুঝতে পেরে ফিরে আসবেন বলে দাবী করা হয়। অন্যদিকে এই একই কথা শোনা গিয়েছে জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগীর কণ্ঠে।

তিনিও জানিয়েছেন, আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তাই যারা এখন দল ছেড়ে চলে যাচ্ছে, তাঁরা ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবে। তবে দলবদল নিয়ে সিপিআইএম নেতারা এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। আপাতত দলবদলের নিরিখে তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ছোট হলেও বর্ধমান জেলার এই যোগদান তৃণমূল শিবিরে যে কিছুটা আত্মবিশ্বাস আবার তৈরি করবে, সে ব্যাপারে নিঃসন্দেহ ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!