এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলের হাত ধরে জঙ্গলমহলে গেরুয়া শিবিরের হাত থেকে একটার পর একটা পঞ্চায়েত দখল তৃণমূলের

দলবদলের হাত ধরে জঙ্গলমহলে গেরুয়া শিবিরের হাত থেকে একটার পর একটা পঞ্চায়েত দখল তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙনের অনুমান করা হয়েছিল। বর্তমানে যত সময় যাচ্ছে, সেই অনুমান কার্যত বাস্তবতার রূপ পাচ্ছে। জঙ্গলমহলে এতদিন পর্যন্ত গেরুয়া শিবির পায়ের তলার মাটি শক্ত রাখতে পারলেও একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু জঙ্গলমহলের ক্ষমতা হারিয়েছে বিজেপি। আর তারপর থেকেই ক্রমাগত একটার পর একটা পঞ্চায়েত দখল করে নিচ্ছে ঘাসফুল শিবির।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি এবার তৃণমূলের হাতে এলো। কার্যত আজকে এই গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া সংসদের নির্বাচিত বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং তৃণমূলে যোগদান করলেন তাঁর অনুগামীদের নিয়ে। রাজনৈতিক হিসাব নিকাশের ওপর নির্ভর করে যথারীতি বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি দখল নিল তৃণমূল কংগ্রেস। কার্যত গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং দুটি আসনে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপি পঞ্চায়েত সদস্যে বিষ্টু সিং তৃণমূলে যোগ দিলে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ায় 3 এবং বিজেপি কমে গিয়ে হয়ে গেল 2। যথারীতি ক্ষমতাসীন দল হিসেবে পঞ্চায়েত দখল করল তৃণমূল। সোমবার ঝাড়গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচি হয়। দলবদলকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।

তিনি জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে আসায় আর কিছুদিনের মধ্যেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। এই দলবদল নিয়ে অবশ্য এখনো পর্যন্ত গেরুয়া শিবির কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, খুব স্বাভাবিকভাবেই জঙ্গলমহল থেকে বিজেপির ক্ষমতা ক্রমশ কমছে বলেই ধরে নেওয়া যায়। এবং এই পরিস্থিতি কার্যত গেরুয়া শিবিরের কাছে চূড়ান্ত অস্বস্তিজনক। আপাতত বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য কোন মাস্টারস্ট্রোক দেয় কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!