এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলবদলের ইঙ্গিত দিয়ে শাসকদলের আরও এক হেভিওয়েট নেত্রী বেসুরো

দলবদলের ইঙ্গিত দিয়ে শাসকদলের আরও এক হেভিওয়েট নেত্রী বেসুরো

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক দলগুলির ব্যাপক তৎপরতা। কিন্তু এর মধ্যেই রাজ্যের শাসকদলের জন্য কিন্তু একের পর এক অস্বস্তিজনক খবর আসছে। রাজ্যের শাসক শিবির থেকে ইতিমধ্যেই একের পর এক সাংসদ, বিধায়ক, নেতা-নেত্রীরা দল ত্যাগ করেছেন। আবার অনেকেই দলে থেকেও বেসুরো কথা বলছেন। আশংকা জাগাচ্ছেন দলত্যাগের। সমস্যা মেটাতে জেরবার এই মুহূর্তে তৃণমূল নেতৃত্ব। দলে থেকেও বেসুরো হয়েছেন কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও একজন বিদায়ী কাউন্সিলর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুখ খুললেন।

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম ঘনিষ্ঠ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। আর তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর এই জুঁই বিশ্বাসই এবার বেসুরো কথা বললেন দলের বিরুদ্ধে। সম্প্রতি দলের একাংশের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেশ কিছু নেতা ভোটের ছ’মাস আগে দলে আসেন এবং কিছুদিন থাকেন। তাঁরা কর্মীদের সঙ্গে দেখা করার প্রয়োজনটুকু মনে করেন না। তিনি আরও বলেন, দলের একাংশ নেতারা সুযোগ-সুবিধা নিয়ে এখন গালিগালাজ করছেন। সবকিছুই সেটিং আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং উল্লেখযোগ্যভাবে তিনি জানিয়েছেন, আর চার থেকে পাঁচ মাস পর তিনি নিজে ঠিক করে নেবেন কোথায় থাকবেন? খুব স্বাভাবিকভাবেই বিদায়ী কাউন্সিলর জুঁই বিশ্বাস রাজ্যের শাসক শিবিরকে অন্যতম হুঁশিয়ারি দিলেন সেটা বুঝতে কারওরই অসুবিধা হয়নি। কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলাতেও এরকমই শাসকদলের বিরুদ্ধে আওয়াজ শোনা গিয়েছিল। অভিযোগ করেছিলেন তিনি বেশকিছু তৃণমূল নেতা কর্মীদের নিজেদের কাজে ব্যবহার করছেন এবং তাঁদের সাথে ব্যবহারও ভালো করছেননা। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় আগামী দিনের জন্য ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, দলের কর্মীদের দ্বারাই নেতারা এবার ক্ষমতাচ্যুত হবেন। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

তবে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসকদলের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। আর এই ফাটলের সুবিধা নিচ্ছে রাজ্যের বিরোধী শিবির। জুঁই বিশ্বাসের মন্তব্যের জন্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের শীর্ষ তৃণমূল নেতৃত্ব। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একের পর এক তৃণমূল নেতা, নেত্রীরা যেভাবে দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই অস্বস্তির মুখে রাজ্যের শাসক দল। এবং তৃণমূলের অস্বস্তির সুযোগ নিয়ে রাজ্যজুড়ে জমি দখল করতে প্রস্তুতি নিচ্ছে অন্যতম বিরোধী দল বিজেপি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!