এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দলবদলের নির্মম পরিণতি ! বিরক্ত অধীরের বড়সড় ভবিষ্যৎবাণী !

দলবদলের নির্মম পরিণতি ! বিরক্ত অধীরের বড়সড় ভবিষ্যৎবাণী !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বঙ্গ রাজনীতিতে দলবদল কার্যত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ যে তৃণমূলে, কাল সে বিজেপি যে হয়ে যাবে না, এই গ্যারান্টার কেউ হতে পারবেন না। আর এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ অর্জুন সিংহ দলত্যাগ করে যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর এবার সেই বিষয়টি তুলে ধরেই হতাশা প্রকাশ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম পরিণতি দেখার কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী। যেখানে একদিন তৃণমূল নেত্রীকেও এর শিকার হতে হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই অর্জুন সিংহের দলবদল নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “একসময় সংসদে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরোধিতা করেছেন, এখন মাথা নিচু করে এই সরকারের কাছেই আত্মসমর্পণ করছেন। আজ তৃণমূল নেত্রী যে উদাহরণ তৈরি করলেন, একদিন তার দলকেও এর শিকার হতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, অধীর চৌধুরী বর্তমান রাজনীতিতে দলবদল প্রসঙ্গে এই মন্তব্য করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, এই দলবদল অত্যন্ত নিম্নমানের। এর ফলে রাজনীতির মান অত্যন্ত নিচের দিকে চলে যাচ্ছে। আর আজ শাসকদল যে ঘটনা ঘটালো, একদিন তাদেরকেও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আগাম ভবিষ্যদ্বাণী করে রাখলেন অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!