এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে কি কোণঠাসা হয়ে পড়েছেন শিশির অধিকারী? তাঁর মন্তব্যে বাড়লো তীব্র জল্পনা

দলে কি কোণঠাসা হয়ে পড়েছেন শিশির অধিকারী? তাঁর মন্তব্যে বাড়লো তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত সোমবার রাতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় শিশির অধিকারীকে। এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন সভাপতি করা হয়েছে রামনগরের বিধায়ক অখিল গিরিকে। এদিকে, অপারেশনের কারণে কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন শিশির অধিকারী। নিজের ঘনিষ্ঠদের কাছে তিনি দলের এই সিদ্ধান্তের জন্য দলের প্রতি কিছুটা ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর কাঁথিতে তৃণমূলের সভায় অনুপস্থিত ছিলেন শিশির অধিকারী। তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে এই সভায় তিনি উপস্থিত ছিলেন না। এরপর, কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করে করা হয় সৌমেন্দু অধিকারীকে। এরপরেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ হারালেন শিশির অধিকারী। দলের বিরুদ্ধে ক্ষোভ ও অভিমান প্রকাশ করে তিনি জানালেন যে, দলের কেউ তার খোঁজ নেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদমাধ্যমের কাছে শিশির অধিকারী জানিয়েছেন যে, তাঁর অপসারণের বিষয়ে তাঁর কাছে কোনো সরকারি কাগজ এসে পৌঁছয় নি, তাই এ বিষয়ে তাঁর কোনো অ্যাকশন নেই, আবার কোনো রিয়্যাকশনও নেই। অন্যদিকে বিধায়ক অখিল গিরি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, এই অপসারণে অসুবিধা কোথায় আছে? এটা তো কারো পৈত্রিক সম্পত্তি নয়। তবে, অধিকারী পরিবারের বিরোধী অখিল গিরির দলে ক্রমাগত উত্থান কিছুতেই নজর এড়াচ্ছে না।

প্রশাসনের এই পদক্ষেপ সম্পর্কে অখিল গিরি জানিয়েছেন যে, শিশির অধিকারী অসুস্থ আছেন, সে কারণেই হয়তো এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তিনি যদি থাকতে চান, তাহলে নিশ্চয়ই থাকবেন। অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানিয়েছেন যে, শিশির অধিকারী একজন প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরে তিনি সাংসদ। জীবনের শেষ লগ্নে এসে এমনটা না হলেই ভালো হতো। শিশির অধিকারীর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!